14rh-year-thenewse
ঢাকা

প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীদের ভারতে ফেরত

Link Copied!

প্রেমের সম্পর্ক্য ধরে ভারত থেকে পালিয়ে আসা এক কিশোরীকে উদ্ধারের পর পরিবারের কাছে ফেরত পাঠিয়েছে পুলিশ।
সোমবার বিকালে ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়।
উদ্ধার কিশোরী ভারতের উত্তর ২৪ পরগনার বনগা থানার পেট্রাপোল গ্রামের আলি আকবারের মেয়ে আজমিরা গাজি, অভিযুক্ত বাংলাদেশি যশোরের বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামেন নূরউদ্দীনের ছেলে শাকিব উদ্দীন।
কিশোরীকে ফেরতের সহযোগী এনজিও সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার মুহিত হোসেন জানান, ১৬ বছর বয়সি ঐ কিশোরী  ৫ মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে এসে এক ছেলেকে বিয়ে করে সংসার করছিল। তবে কিশোরীর পিতা পুলিশে অভিযোগ করে তার নাবালিকা মেয়েকে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এনিয়ে মামলা হলে আদালতের রায়ে কিশোরীকে উদ্ধার করে ভারতে ফেরত পাঠানো হয়।
http://www.anandalokfoundation.com/