14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর সংকট নিয়ে সৌদি আরবের অবস্থানে হতাশ পাকিস্তান

Ovi Pandey
February 7, 2020 9:48 am
Link Copied!

দি নিউজ ডেক্সঃ কাশ্মীর সংকট নিয়ে সৌদি আরবের অনিচ্ছায়  ওআইসির বৈঠক না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

সদস্যভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সভা না করতে পারার ব্যর্থতায় ওআইসির সঙ্গে ইসলামাবাদের অস্বস্তিবোধ বাড়ছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যমে জানানো হয়, আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) সদস্যভুক্ত সব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জেদ্দায় ওআইসির বৈঠকের জন্য প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, কাশ্মীর সংকট নিয়ে পাকিস্তানের জরুরি বৈঠকের অনুরোধের পরও বুধবার ওই বৈঠকের জন্য অসমম্মতি জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের পর ৫৭টি মুসলিম দেশ নিয়ে গঠিত দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গত আগস্টে ভারত সরকার জম্মু-কাশ্মীর অধিগ্রহণ করার পর থেকেই ওআইসির সদস্যভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের কাশ্মীর সমস্যা সমাধানের উদ্যোগী করার চেষ্টা করে আসছে পাকিস্তান।

http://www.anandalokfoundation.com/