ঝিনাইদহ প্রতিনিধি: এবার ঝিনাইদহের কালীগঞ্জের থানার এস আই এস এম আশরাফুল আলম নয়নের বাসায় হামলা চালিয়ে ও চিরকুট দিয়ে প্রাণ নাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিবাগত রাত ১ টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় ছিলেন না। হামলার ঘটনায় তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। বিষয়টি ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারসহ স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।
এসআই আশরাফুল আলম নয়ন জানান, রাত আনুমানিক ১ টা ২০ মিটিটের দিকে শহরের বলিদাপাড়াস্থ ভাড়া বাসার নিচের গ্রীলের তালা ভেঙ্গে তিন তলায় প্রবেশ করে দুর্বৃত্তরা । এ সময় তারা দরজায় লাথি ও ধাক্কা মারে এবং দরজার কবজা খুলে ফেলেন। ঘটনা জানার পর পর তিনি বাসায় পৌছাতে পৌছাতে দুর্বত্তরা পালিয়ে যায়। যাবার সময় তারা “সাবধান” লেখা একটি চিরকুটে ফেলে রেখে যায়। সে সময় বাসায় তার স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না বলে তিনি জানান। দারোগা আশরাফুল আলম নয়ন কালীগঞ্জ থানায় যোগদানের পর বিভিন্ন সন্ত্রাসী দমনে দুঃসাহসিক ভুমিকা পালন করেছেন। এছাড়া তিনি ডাকাতিসহ বেশ কয়েকটি গুরুত্বপূণ মামলার তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
এ ব্যাপারে দারোগা আশরাফুল আলম নয়ন জানান, আমি এতে ভীতু নই। বরং আত্ম বিশ্বাসের সাথে জঙ্গীসহ যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি তিনি শুনেছেন। এর চেয়ে বেশি কিছু বলতে চাননি।