ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে এক নজর ঘুরে দেখা যায় মানুষের চলাচলের চরম ভোগান্তি এবং মাঠ থেকে কৃষি উৎপাদিত ফসল আনতে সীমাহীন কষ্ট । উত্তর আড়পাড়া চলমান ৭নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত
আলী বিশ্বাসের বাড়ীর সামনে থেকে রুপাতলা পুশসলি নদী পর্যন্ত মাঠের রাস্তার কোন উচুতা নাই সব সমান মাঠের জমির সংযোগ সমতূল্য রাস্তা। এলাকার বাসিন্দাদের বাড়ী থেকে বের হয়ে কোন কাজে যাওয়ার সময় শান্তি নেই ব। অল্প বৃষ্টিতেই রাস্তায় পানি জমে। টানা বৃষ্টিতে রাস্তাগুলো নিয়ে দুর্ভোগের অন্ত নেই এলাকাবাসীর। এই বৃষ্টির সময়ে আড়পাড়া ইউনিয়নের উত্তর আড়পাড়া এই রাস্তার অবস্থা আরও খারাপ ও ভয়াবহ হয়। সরেজমিনে দেখা যায় উত্তর আড়পাড়া গ্রামের ইউ.পি. সদস্য মোঃ লিয়াকত আলী বিশ্বাসের বাড়ীর সামনে থেকে রুপাতলা পুশসলি নদী পর্যন্ত মানুষের কি সীমাহীন দুর্ভোগ।
এই এলাকার মাটি খুবই পিচ্ছিল। বৃষ্টি হলেই নারী পুরুষ, ছাত্র-ছাত্রীদের কাপড় নষ্ট হয়। এলাকার এক বৃদ্ধ আক্ষেপ করে বলেন আমরা আগামী ভোটে ভোট দিতে যাব না। আমাদের দুঃখ দেখার কেও নেই। সবাই শুধু ওয়াদা করে। তাছাড়া এই এলাকার মানুষ ইউ.পি. সদস্যের বাড়ীর সামনের খালে একচি ব্রীজ দাবী করেছে। প্রায় ৪টি গ্রামের মানুষ এই বিশাল মাঠের উৎপাদিত কৃষি পণ্যের সঠিকভাবে মূল্য পায় না শুধুমাত্র এই রাস্তা ও ব্রীজটির জন্য। কামারখালী বাজার থেকে উত্তর আড়পাড়া বসবাড়ীর রাস্তা ও মাঠে যাওয়ার রাস্তা কাঁচা থাকায় উত্তর আড়পাড়া ও বিভিন্ন গ্রামের মানুষের আর্তনাদ শুনার কেহ নাই। তাই এলাকাবাসির দাবি জনপ্রতিনিধিরা রাস্তাটি নতুন সংস্কার এবং ব্রীজটি করলে মানুষের সকল প্রকার ভোগান্তি দূর হবে।