14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মহারাষ্ট্রে ঈদে গো হত্যা বন্ধে নির্দেশ

Link Copied!

আগামীকাল ১০ জুলাই কোরবানী ঈদ। এই ঈদে একটি গরু হত্যাও যাতে না হয় সেটা নিশ্চিত করতে প্রদেশের ডিজিপি তথা পুলিশ প্রধানকে চিঠি দিলেন ভারতের মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নারভেকর।

গো হত্যাকে কার্যত নিষিদ্ধ করেছে মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা পরিচালিত সরকার। অনুমতি ছাড়াই জবাই করার জন্য গরু বিক্রি ও গো মাংস বিক্রি করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে স্থানীয় প্রশাসনের কাছ থেকে ফিট টু স্লটার সার্টিফিকেট নেওয়ার পরে গরু কাটা যেতে পারে।

প্রসঙ্গত সম্প্রতি একনাথ শিন্ডের সরকারে নতুন স্পিকার হয়েছেন রাহুল নরভেকর। এদিকে এই নির্দেশকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে এর আগে আসামের এআইইউডিএফ বিধায়ক বদরুদ্দিন আজমল জানিয়েছিলেন, গরুর সঙ্গে হিন্দুদের আবেগ জড়িয়ে রয়েছে। গো মাতা বলে তারা পুজা করেন। সেক্ষেত্রে এবার ঈদে গো হত্যা করবেন না। তার এই আবেদনকে স্বাগত জানিয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন।

http://www.anandalokfoundation.com/