14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় যোগ হচ্ছে পাঁচ জোড়া বাড়তি ট্রেন, অগ্রিম টিকিট বিক্রি ১৪ মার্চ থেকে, থাকবে না আন্তঃনগরের সাপ্তাহিক বিরতি

পিআইডি
March 9, 2025 9:48 pm
Link Copied!

আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে বাড়তি পাঁচ জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।

এসময় নিয়মিত আন্তঃনগর ট্রেনসমূহ চলবে আগের মতোই, তবে এসব ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি  থাকবে না। অতিরিক্ত পাঁচ জোড়া বিশেষ ট্রেন নিম্নলিখিত শিডিউল অনুযায়ী বিভিন্ন রুটে চলাচল করবে।

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২; ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে চলবে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৩ ও ৪; ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬; ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮; জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০।

 ঈদের পরে পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ছাড়বে সকাল ৮টা ১৫ মিনিটে, পার্বতীপুর পৌছাবে ২টা ৫০ মিনিটে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে জয়দেবপুর পৌছাবে সকাল ৫টা ৪৫ মিনিটে।

 ১৪ মার্চ ২০২৫ তারিখ হতে আন্তঃনগর ট্রেনের ঈদ অগ্রিম টিকিট বিক্রয় শুরু হবে। ঈদ অগ্রিম টিকিট বিক্রয় সূচি: ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চের টিকিট বিক্রয় করা হবে যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০ মার্চ।

যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে। সূচি অনুযায়ী অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে।

একজন যাত্রী উল্লিখিত ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ ১ বার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক ৪টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিল ২০২৫ তারিখের টিকিট বিক্রয় করা হবে।

ঈদের ফেরত যাত্রার টিকিট পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের জন্য সকাল ৮টা হতে ইস্যু করা হবে। ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে যথাক্রমে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ মার্চ।

২৭ মার্চ ২০২৫ তারিখ থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হয়েছে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক বন্ধ কার্যকর থাকবে।

 ঢাকা হতে বহির্গামী আন্তঃনগর ট্রেনে মোট আসন সংখ্যা হবে ৩৫ হাজার ৯১৩টি যা শতভাগ অনলাইনে বিক্রি হবে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত যাত্রী চাহিদা পূরণের জন্য আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ৪৪টি কোচ যুক্ত করা হবে।

টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ২৪ মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর ও বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ যাত্রা শুরুর দিন ২৬ মার্চ ২০২৫ হতে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।

ঈদের ১০ দিন পূর্বে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফরম থেকে পরিচালনা করা হবে।

http://www.anandalokfoundation.com/