13yercelebration
ঢাকা

ইসরাইল-ইরান উত্তেজনা,লাভ-ক্ষতির হিসাব কষছে রাশিয়া

Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউক্রেন যুদ্ধে ইরানের অস্ত্রের ওপর নির্ভরশীল রাশিয়া। ইরানের যুদ্ধে জড়ানো তাই রাশিয়ার জন্য সুখবর বয়ে আনবে না বলে মত অনেকের।

আবার মধ্যপ্রাচ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের মনযোগ বাড়লে, ইউক্রেনে অস্ত্রের যোগানে ঘাটতি পড়তে পারে। তাই, লাভ-লোকসানের হিসাব কষে মধ্যপ্রাচ্য বিষয়ে রাশিয়ার অবস্থান কি হবে তা বোঝা মুশকিল বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলমান গাজা যুদ্ধের মধ্যেই ইসরাইল লেবানন সংঘাত এবং ইরানের সঙ্গেও ইসরাইলের দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করছে যা যেকোনো সময় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে।

এ অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ রুশ ইউক্রেন যুদ্ধেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কেননা মধ্যপ্রাচ্যের সঙ্গেও স্বার্থ জড়িয়ে রয়েছে রাশিয়ার।

তবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ রাশিয়ার জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ বয়ে আনবে তা নিয়ে নানা মত বিশ্লেষকদের। তেহরানের সঙ্গে মস্কোর সামরিক সুসম্পর্ক থাকায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে রাশিয়ার স্বার্থ সরাসরি জড়িত। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে আড়াই বছর ধরে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান।

মস্কোয় তেহরানের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান ড্রোন তৈরির কাজও করছে। ইরানের সামরিক প্রশিক্ষক সুলেমানভের দাবি, চলমান যুদ্ধে ইরানের অস্ত্রের  ওপর নির্ভরশীল হয়ে পড়েছে রাশিয়া।

তেহরান যুদ্ধে জড়িয়ে পড়লে তাই মস্কোর খানিক অসুবিধাই হবে বলা যায়। এজন্য, ইরানের মিত্র দেশ হিসেবে লেবানন এবং সিরিয়ার সঙ্গে দেশটির জটিল ইতিহাস থাকার পরেও তাদেরকে সমর্থন করতে বাধ্য হচ্ছে মস্কো।

পুরোদমে যুদ্ধকে সমর্থন না করলেও সংঘাতময় এই পরিস্থিতি রাশিয়ার জন্য আরেক প্রেক্ষাপটে লাভজনক বলে মনে করছেন সুলেভান। তার ধারণা, মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এতোটাই জড়িয়ে পড়েছে যে ইউক্রেনের যুদ্ধে মনোযোগের ঘাটতি পড়েছে তাদের। আর এই সুযোগটিই কাজে লাগাতে পারে রাশিয়া।

এদিকে, বৈরুতে বসবাস করা রুশ গবেষক লেভিনা বলছেন, সিরিয়াকে ঘিরে এক ধরনের বোঝাপড়া রয়েছে রাশিয়া এবং ইসরাইলের মধ্যে। এজন্য, ইসরাইল যখন সিরিয়ার দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর ওপর হামলা চালায়, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে মস্কো। সামরিক বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি দেশটি।

তবে, লেভিনা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দুঃখজনক হলেও এই হামলার প্রয়োজন ছিল। ১৯৮২ এবং ২০০৬ সালের পর এবার আবারও লেবাননে অভিযান চালাল ইসরাইল। এই পদক্ষেপকে ইসরাইলের বড় ভুল বলেও মন্তব্য করেন তিনি।

http://www.anandalokfoundation.com/