ব্রুনাই দারুসসালামে বাংলাদেশ হাইকমিশন এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের যৌথ আয়োজনে ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব লিডারশিপ, ইনোভেশন এন্ড এডভান্সমেন্টের কনফারেন্স হলে আজ ‘বাংলাদেশ দিবস’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা এবং ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের সহকারী ভাইস চ্যান্সেলর ড. জয়েস তেও সিউ ইয়ান তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকালে এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, ইউনিভার্সিটির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং কম্বোডিয়া, অস্ট্রেলিয়া, ওমান ও লাওসের ডেপুটি হেড অব মিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের সাথে ব্রুনাইয়ের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র উপস্থাপন করার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ সরকার প্রদত্ত বঙ্গবন্ধু ফেলোশিপ নিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়া শিক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ে ব্রুনাই থেকে শিক্ষার্থী গমন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।