14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ শুক্রবার(২১জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

ডেস্ক
July 21, 2023 8:17 am
Link Copied!

আজ শুক্রবার(২১জুলাই) রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ  চন্দ্র দিন-রাত সিংহ রাশিতে সঞ্চার করবে। সিংহ রাশিতে বর্তমানে মঙ্গল গোচর করছে। জ্যোতিষ অনুযায়ী চন্দ্র ও মঙ্গল একসঙ্গে একই রাশিতে ভ্রমণ করলে তা অত্যন্ত শুভ ফলাপ প্রদান করে থাকে। এর ফলে শশি মঙ্গল ও ধন যোগ তৈরি হয়। এই শুভ যোগের পাশাপাশি চন্দ্র ও শুক্র সিংহ রাশিতে যুতি করে কলাত্মক যোগ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে আজকের দিনটিতে কোন কোন রাশির জাতকরা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন জেনে নিন রাশিফল ও ভাগ্য পক্ষে রাখার উপায়

মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকদের ওপর কাজের চাপ বজায় থাকবে। কারণ আজ এই রাশির জাতকদের ওপর কোনও নতুন দায়িত্ব আসতে পারে। শিক্ষাক্ষেত্রে মেষ রাশির জাতকরা অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। আবার উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার প্রচেষ্টা করে থাকলে সফল হবেন। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক। তবে তাঁরা ভাবতে পারেন যে আপনি তাঁদের উপেক্ষা করছেন। সরকারি কাজে সাফল্য লাভ করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্য পুরাণ পাঠ ও সূর্যকে জলেক অর্ঘ্য দিন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​: বৃষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে কোনও কারণে অবসাদ দেখা দিতে পারে। তবে আজ সম্পত্তি বিক্রি ও দালালির কাজের সঙ্গে জড়িত জাতকদের আয় হবে। গাড়ি কিনতে পারে। গাড়ি-বাড়ির সুখ সাধনে অর্থ ব্যয় হবে। ব্যবসা বা সন্তানের শিক্ষাদীক্ষার কারণে দূরের যাত্রা করতে পারেন। মায়ের কাছ থেকে সুখ ও স্নেহ পাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। কৃষ্ণের পুজো ও কৃষ্ণ চালিসা পাঠ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকরা বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে সামাজিক অথবা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। দূরের কোনও আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতক। শারীরিক কষ্ট থাকলে, কার নিবারণ হবে। কর্মক্ষেত্রে বন্ধু ও সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। লগ্নির দ্বারা লাভ হবে। চাকরিতে নিজের কাজ সময়ের মধ্যে পুরো করতে পারবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দুর্গাসপ্তশতীর প্রথম চরিত্র পাঠ করুন ও মায়ের আশীর্বাদ নিন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখে কাটবে। অবসাদ থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে কাজের ওপর মনোনিবেশ করবেন, এর ফলে আপনার আয় ভালো হবে। সারাদিন শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন। তবে সন্ধ্যা নাগাগ ক্লান্তি সম্ভব। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন। এ ক্ষেত্রে অর্থ ব্যয় করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব পরিবারের পুজো ও শিব মন্ত্র জপ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকৎা আজ কর্মক্ষেত্রে উৎসাহ ও সম্মান লাভ করবেন। সামাজিক কাজে রুচি থাকা ও প্র্যাক্টিক্যাল স্বভাবের জন্য প্রশংসা লাভ করবেন এই রাশির জাতক। কাউকে কোনও অর্থ ঋণ দিয়ে থাকলে, তা আজ ফিরে পেতে পারেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে আগত বাধা দূর হবে। বাড়িতে অতিথি আগমনের ফলে বাড়ির পরিবেশ আনন্দে ভরে উঠবে। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে পার্টি করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি ১০৮ বার জপ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা আজ কোনও কাজে লগ্নির পরিকল্পনা করে থাকলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য লগ্নি করবেন। জীবনসঙ্গীর সঙ্গে চলতে থাকা অবসাদ সমাপ্ত হবে। রিয়েল এস্টেটে লগ্নির দ্বারা লাভান্বিত হবেন। রোজগারে পরিবর্তন করবেন না, তা না-হলে লোকসান সম্ভব। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে হাসিঠাট্টা করে সময় কাটাবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৭১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অসহায়দের অন্ন ও ধন দান করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা পরিশ্রম ও প্রচেষ্টা অনুযায়ী ধন লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। পরিবারের কোনও সদস্য বা বন্ধুর সাহায্যের জন্য সামনে আসতে হবে আপনাদের। সন্তানের তরফে আনন্দিত হবেন। প্রেম জীবনে সঙ্গীর থেকে দূরে সরে যেতে পারেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মী স্তোত্র পাঠ ও দেবীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক জীবনে সংযমী হয়ে পা ফেলতে হবে। যা পাচ্ছেন তা স্বীকার করুনষ অর্থ উপার্জনের জন্য এদিক-ওদিক ছুটলে লাভের পরিবর্তে লোকসান হবে। পরিবারে কোনও বিশেষ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হতে পারে। বয়স্ক ও বরিষ্ঠদের কাছ থেকে সঠিক পথ প্রদর্শন লাভ করবেন। ভাইয়ের সঙ্গে কোনও সম্পর্কে কথা কাটাকাটি হলে তাতে উন্নতি সম্ভব।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৮০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লাল চন্দনের তিলক লাগান ও হনুমান চালিসা পাঠ করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকরা অফিসে কোনও সহকর্মীর কাছ থেকে লাভ ও সহযোগিতা পাবেন। ভাগ্য স্থানে সৃষ্ট ধন যোগের ফলে অর্থ লাভ করবেন। বাবা অসুস্থ থাকলে স্বাস্থ্যোন্নতি হতে পারে। বহুদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। বিবাহযোগ্য জাতকরা ভালো প্রস্তাব পাবেন। মনে আনন্দ জাগবে। দাম্পত্য জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। যব ও বাজরা দান করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে কাজ করবেন, তাতে নিজের সর্বশক্তি প্রয়োগ করবেন। যার দ্বারা উৎসাহজনক ফলাফল লাভ করবেন। পরিবারে পরিজনদের সঙ্গে মধুর ব্যবহার করবেন। আত্মীয়দের সঙ্গে বিবাদ সমাপ্ত হবে। শ্বশুরবাড়ির তরফে লাভ ও সম্মান অর্জন করবেন।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ভাগ্য আজ ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। পায়রাকে দানা খাওয়ান ও লক্ষ্মী স্তোত্র পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকরা আজ আবেগপ্রবণ থাকবেন। দান-পুণ্যের কাজ করে সময় কাটাবেন। সামান্য পরিশ্রমের পর সাফল্য লাভ করায় আনন্দিত হবেন। সম্পত্তি বিক্রির পরিকল্পনা করে থাকলে দিন প্রতিকূল। তাই আজ এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক কাজের প্রয়োজনীয়তায় প্রচুর অর্থ ব্যয় করতে হবে। কোনও ভাবেই ঋণ নেবেন না।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকদের আজকের দিনটি নানান দিক দিয়ে প্রতিকূল থাকবে। রাগ বাড়বে। কারও সঙ্গে তর্ক বাঁধলে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। তাই বিবাদ এড়িয়ে যেতে হবে আপনাদের। কোনও ভুলবোঝাবুঝির কারণে আপনজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সামঞ্জস্য বজায় থাকবে। তাঁদের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। ব্যবসায়ীরা ভাইদের সহযোগিতা লাভ করবেন। বাজেট মেনে না-চললে ঋণ নিতে হতে পারে।

ভাগ্য পক্ষে রাখার উপায়ঃ আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান ও বিষ্ণুর পুজো করুন।

http://www.anandalokfoundation.com/