আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত সিদ্ধেশ্বর মালাকরের ছেলে ইয়াবা ব্যবসায়ী সুনীল মালাকর (৩৩) কে ৩০২ পিস ইয়াবাসহ এসআই সাহাবুদ্দিন গ্রেফতার করে।
আজ শনিবার সকালে এসআই সাহাবুদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেন, যার নং-৮ (২৮/০৯/২০১৯)ইং। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী সুনীল মালাকরকে শনিবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।