14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় সংঘবদ্ধ ইজিবাইক চোর সিন্ডিকেটের সদস্য গ্রেফতার

Rai Kishori
March 16, 2019 3:10 pm
Link Copied!

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ   বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ ইজিবাইক চোর সিন্ডিকেটের এক সদস্যকে পুলিশ গ্রেফতার করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চান্দো গ্রামের সাদ্দাম বখতিয়ারে ইজিবাইক শুক্রবার রাতে বাড়ির ঘরের পাশে চার্জে দেয়া ছিল। সংঘবদ্ধ ইজিবাইক চোর সিন্ডিকেটের সদস্যরা চার্জ থেকে সাদ্দামের ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়।

যাওয়ার সময় তারা চক্রবাড়ি নামক স্থানে গাছ বোঝাই বাহাউদ্দিন হাওলাদারের একটি টমটম গাড়ী দেখতে পেয়ে তা চুরি করার জন্য গাছ নামাতে শুরু করে ওই চোরের দল। এর মধ্যেই সাদ্দাম বখতিয়ারের চুরি যাওয়া ইজিবাইক খুজতে আসলে চক্রবাড়ির ওই স্থানে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার যাত্রাবাড়ি গ্রামের আজিজুল মল্লিকের ছেলে জাকির মল্লিককে গাছ নামাতে দেখে। লোকজন দেখে জাকির মল্লিক দৌড় দিয়ে পালাতে গেলে ধাওয়া করে তাকে ধরে ফেলে স্থানীয়রা।

পুলিশকে সংবাদ দিলে এসআই সুজন গিয়ে সংঘবদ্ধ ইজিবাইক চোর সিন্ডিকেটের এক সদস্য জাকিরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সাদ্দাম বখতিয়ার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই সুজন জানান।

http://www.anandalokfoundation.com/