14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বরিশালের নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে উপজেলা শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।

অন্যান্যদের মধ্যে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া উপজেলা সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা ক্যাপ্টেন মো. সালমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, জেলা বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা জামাতের আমীর মো. আলাউদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সেকেন্দার মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. মাহবুবুর রহমান, সরকরি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামসহ অন্যান্যরা।

http://www.anandalokfoundation.com/