আমরা পৃথিবী থেকে চাঁদকে দেখতে পাই। চাঁদেও কি এমন কেউ আছে যে আমাদের দেখতে পায়? এই বিশ্বে কি শুধু মাত্র আমরাই আছি? মহাবিশ্বে অনেক গ্রহ রয়েছে । পৃথিবী তো এই বিশ্বের ছোট্ট একটা গ্রহ মাত্র এই বিশ্বে এইরকম অসংখ্য গ্রহ রয়েছে যেখানে প্রাণী থাকতে পারে। আর যদি কোনো প্রানের অস্তিত্ব থেকে থাকে তবে তারা কিভাবে জীবন যাপন করে? এমন অনেক প্রশ্ন আছে আমাদের মনে।
১৯৬৮ সালের ১২ ডিসেম্বর অ্যাপোলো মহাকাশযান তাদের স্যাটেলাইটটিকে সফলভাবে চাদের কক্ষপথে স্থাপন করে। তাঁরা ওইখান থেকে কিছু তথ্য সংগ্রহ করে, পৃথিবী ছাড়া অন্য কোথাও প্রানের কোনো অস্তিত্ব আছে কিনা সেটি দেখতে। কিন্তু চাঁদে যাওয়ার পরে আসলে কি পাওয়া গিয়েছিল সেগুলি সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়।
কিছু এমন তথ্য পাওয়া গেছে যা থেকে বোঝা যায় যে চাঁদে এমন কিছু জিনিস রয়েছে যেগুলোকে নাসা কোনোদিনও সাধারণ মানুষের কাছে প্রকাশ করেনি। চাঁদের ডার্ক সাইডে এমন কি রয়েছে? কি এমন খুজে পেয়েছিল নাসা যে তারা কোন দিনই আর চাঁদে যাত্রা করার চেষ্টা করেনি। অ্যাপোলো মিশনে সফলতা পাওয়ার পরেও এত বছরে নাসা কেন একবারও চাঁদে যাওয়ার চেষ্টা করেনি?
অ্যাপোলো ৯ মিশনে যখন মহাকাশচারীরা চাঁদের কাছে পৌঁছায় তখন তারা দেখে যে, ওইখানে আরো কিছু মহাকাশযান আগে থেকেই রয়েছে, যেগুলো উনাদের যানের নিচে উড়ছিল। ১৯৬৯ সালে নাসার অ্যাপোলো মিশনের ‘অ্যাপোলো ১১’ এর মাধ্যমে চাঁদে মানুষ প্রথম পা রাখেন। নীল আর্মস্টং, এডইন আলড্রিন এবং মাইকেল কলিন্স এই তিনজনের মধ্যে শুধুমাত্র নীল আর্মস্টং, এডইন আলড্রিন মাটিতে পা রাখেন।
১৯৬৯ সালের ১৬ জুলাই ‘অ্যাপোলো ১১’ লঞ্চ হয়। এই মিশনটির দুইটি উদ্দেশ্য ছিল। প্রথমটি হলো চাঁদ আসলে কেমন এটি বোঝা, আর দ্বিতীয়টি হল যদি ওইখানে কোনো এলিয়েন বা অন্য কোন জীব থেকে থাকে তবে তাদের সঙ্গে যোগাযোগ করা। মাইকেল কলিন্স যখন সামনে থেকে চাঁদকে দেখেন তখন তিনি প্রচণ্ড ভয় পান, যখন নীল আর্মস্টং এবং নাসার কথোপকথন হচ্ছিল তখন হঠাৎই এইটির লাইভ টেলিকাস্ট দুই মিনিটের জন্য বন্ধ করে দেয়া হয়। কিন্তু এমন কি ঘটেছিল এই দুই মিনিটের মধ্যে যা নাসা কাউকে দেখাতে চাইছিল না।
আমরা এতদিন পর্যন্ত এটাই জানতাম যে, অ্যাপোলো মিশনে তারা চাঁদের মাটিতে শুধুমাত্র আমেরিকান পতাকাই উত্তলন করে এসেছিলেন। কিন্তু নীল আর্মস্টং সেখানে পতাকা ছাড়াও অন্য দুইটি জিনিস রেখে এসেছিলেন। তার একটি হলো খাটি সোনার তৈরি গাছের পাতার প্রতিকৃতি। আর অন্যটি হলো সিলিকন ডিস্ক যেখানে একটি ম্যাসেজ রেকর্ড করা ছিল। যেটিতে ৭৩টি দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির শুভেচ্ছাবার্তা রেকর্ড করা ছিল। যার মধ্যে প্রধানত এউএসএর শুভেচ্ছা এবং নাসার উচ্চপদস্থ আধিকারিদের বার্তা রেকর্ড করা ছিল।
ইউএফও এর বিশেষজ্ঞরা বলেন চাদের ডার্ক সাইডে সত্যি সত্যিই ইউএফও বেস আছে যেটি নাসাকে সেখানে যেতে বাধা দেয়। নাসার একটি স্পেস ক্রাফট জেটির নাম ছিল এসটিএস-৭৩ । ১৯৯৫ সালের একুশে অক্টোবর এস্ট্রোনাট কাথ্রিন জি কোল্ড যখন তার স্পেস ল্যাবে কাজ করছিলেন তখন তিনি কন্ট্রোল সেন্টারে জানান যে, তিনি একটি আন আইডেন্টিফাইড ফ্ল্যাইং অবজেক্ট বা ইউএফও দেখেন। যখন এই কথাটি ইউএস কংগ্রেস্মেন্টদের সঙ্গে কথা বলেন তখন তারা বলেন। এটি অযৌক্তিক। অই স্পেস ক্রাফট এর মধ্যে কোন গ্লাস এর উইন্ডো ছিল না কিন্তু পরবর্তীকালে নাসার ওয়েবসাইডে পাওয়া ডায়াগ্রাম থেকে বোঝা যায় যে, স্পেস ক্রাফটটিতে অপটিক্যাল উইন্ডো ছিল। এই মিথ্যা কথার কারণ কি তা এখনো অজানা।