14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোয় শিক্ষিকাকে কারাদণ্ড

Dutta
October 4, 2020 8:42 am
Link Copied!

যুক্তরাষ্ট্রে অপ্রাপ্তবয়স্ক ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোয় কার্টনি রোজনস্কি নামে এক শিক্ষিকাকে কারাদণ্ড দিয়েছে আদালত।

জানা গেছে, ছাত্রের বয়স ১৬ বছর এবং শিক্ষিকার বয়স ৩২ বছর। কার্টনি রোজনস্কি’কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে। তাকে ক্ষমাও চাইতে হয়েছে। সেই সাথে আদালত নির্দেশ দিয়েছে যেখানে ১৮ বছরের নীচে কোনো শিক্ষার্থী থাকবে না এমন জায়গায় কাজ করবেন অন্তত ৩ বছর।

রায় শোনানোর সময় বিচারক অভিযুক্ত শিক্ষিকার উদ্দেশে বলেন, আপনি শিক্ষার্থীদের বাবা-মার কাছে দুঃস্বপ্নের মতো। কারণ, শিক্ষক শিক্ষিকাদের কাছে ছেলে মেয়েরা সুরক্ষিত রয়েছেন বলেই বিশ্বাস করেন বাবা-মায়েরা। কিন্তু আপনি সেই বিশ্বাস ভঙ্গ করেছেন।

কার্টনি জানিয়েছেন, তিনি এই সম্পর্ক শুরু করেননি। তবে যখন তিনি বুঝতে পারেন, তার স্কুলের কোনো ছাত্র মেসেজগুলো পাঠাচ্ছে, তখন তার বিষয়টি থামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেই আত্মনিয়ন্ত্রণ দেখাতে পারেননি।

ওই সময় শিক্ষিকা এতটাই মদ্যপান করেছিলেন যে, তিনি বমিও করে ফেলেন। তদন্তকারীরা যখন ওই কিশোরের সঙ্গে কথা বলেন, সেও ঘটনার কথা স্বীকার করেছে।

এই মামলার তদন্ত কর্মকর্তারা শিক্ষিকা এবং ছাত্রের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তদন্ত কর্মকর্তারা জানতে পারেন, ২০১৯ সালে ওই কিশোরের বাড়িতেই প্রথমবার শারীরিক সম্পর্কে জড়ান তিনি।

http://www.anandalokfoundation.com/