14rh-year-thenewse
ঢাকা

ঘুষসহ গ্রেপ্তার প্রধান নৌ প্রকৌশলী বরখাস্ত

admin
August 2, 2017 6:08 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ নিজ অফিসে বসে ঘুষ নেয়ার সময় দুদকের কাছে হাতেনাতে গ্রেপ্তার নৌ-পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বুধবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান এ তথ্য জানিয়ে বলেন, দুদকের একটি অভিযোগ আসায় প্রধান প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চিঠি ইস্যু করে আজ বুধবার তাকে পাঠানো হয়েছে।

গেলো ১৮ জুলাই বিআইডব্লিউটিআই অফিস থেকে পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। পরে ফখরুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করে দুদক। তদন্তকারীরা ফখরুল ইসলামকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।

দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য তখন জানিয়েছিলেন, বেঙ্গল মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’র জাহাজের নকশা অনুমোদনের জন্য তিনি এই টাকা গ্রহণ করেছিলেন। ওই প্রতিষ্ঠানের অথরাইজড পার্সন এএনএম বদরুল আলমের কাছ থেকে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২১টি জাহাজের নকশা অনুমোদনের জন্য প্রতি জাহাজের  আকারভেদে ৫-১৬ লাখ টাকা দাবি করেছিলেন ফখরুল ইসলাম।

অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬ এর ধারা ৫ (ক) অনুযায়ী নৌ-পরিবহন অধিদপ্তরে নকশা জমা হওয়ার ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীসহ অনুমোদন দেয়ার নিয়ম রয়েছে।

http://www.anandalokfoundation.com/