14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভেটেরিনারি কাউন্সিল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন

Biswajit Shil
December 10, 2019 7:15 pm
Link Copied!

মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি মো. মনজুর কাদেরের সভাপতিত্বে ঢাকায় কাজী আলাউদ্দিন রোডে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু, এমপি বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর উন্নয়ন অগ্রযাত্রা থেমে গিয়েছিল, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই উন্নয়ন অগ্রযাত্রা আবার দুর্বার গতিতে ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। প্রতিমন্ত্রী আজ ঢাকার আলাউদ্দিন রোডে আনুষঙ্গিক সুবিধাসহ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের বহুতল ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড.একেএম মুনিরুল হক, যুগ্মপ্রধান মোঃ লিয়াকত আলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ইমরান হোসেন খান। উল্লেখ্য, প্রায় ১৫কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগসুবিধা সংবলিত এ ভবনটি নির্মিত হচ্ছে।

http://www.anandalokfoundation.com/