14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফ্লোরিডায় ট্রাম্পের জয়

admin
November 9, 2016 12:20 pm
Link Copied!

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এক লাখের বেশি ভোটের ব্যবধানে ফ্লোরিডা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এই অঙ্গরাজ্যের জয় রিপাবলিকানদের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের দিকে আরো একধাপ এগিয়ে নিয়ে গেল। এখানে ২৯টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন ট্রাম্প। আর এর ফলে প্রবল চাপের মুখে পড়লেন হিলারি ক্লিনটন। কারণ, দোদুল্যমান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত ফ্লোরিডার ফলের ওপরই অনেক কিছু নির্ভর করছিল। তাই এখানে জয় পাওয়ার মধ্য দিয়ে অনেকটাই এগিয়ে গেলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের প্রাথমিক ফলে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থীর মধ্যে তুমুল লড়াই চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেছনে ফেলেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে।  সর্বশেষ তথ্যমতে, ট্রাম্প ২৩৮টি ইলেক্টোরাল কলেজ পেয়েছেন, আর হিলারি পেয়েছেন ২০৯টি।

ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে বসে পরিবার ও বন্ধুদের সঙ্গে নিয়ে ভোটের ফল পর্যবেক্ষণ করছেন বলে নিজের টুইটার বার্তায় জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক টুইটবার্তায় দেশজুড়ে ভোটিং মেশিনে সমস্যার কথাও উল্লেখ করেছিলেন তিনি। ফ্লোরিডার ফল পাওয়ার আগে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘আমরা ভালো করছি, তবে এখনো অনেক সময় বাকি আছে।’

অন্যদিকে, ফলাফল যা-ই হোক না কেন, সমর্থকদের ধন্যবাদ জানিয়ে টুইট করেছেন হিলারি ক্লিনটন।

http://www.anandalokfoundation.com/