14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তেতুঁলিয়ায় বাল্যবিবাহের দায়ে এক যুবকের কারাদন্ড

admin
September 25, 2016 1:01 pm
Link Copied!

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলা ছোটদলুয়াগছ গ্রামে বাল্যবিবাহের দায়ে রুবেল মাহমুদ (২০) নামের এক যুবক কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ২৪ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রুবেল মাহামুদ উপজেলার শালবাহান ইউনিয়ননের ছোটদলুয়া গ্রামের হবিবর রহমানের পুত্র। জানা যায় দন্ডপ্রাপ্ত যুবক রুবেল মাহমুদ উপজেলার সদর ইউনিয়নের কলোনীপাড়া গ্রামের ইসলাম হোসেনের স্কুল পড়ুয়া নাবালিকা কন্যা আশা আক্তার (১৫) এর সংগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে এ্যাফিডেভিট সম্পন্ন করায় গোপন সূত্রে জানতে পেরে  স্থানীয়  ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগন গ্রাম্য পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালত রুবেলকে বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৪ ধারা লঙ্ঘন করার দায়ে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। এ সময় শিক্ষার্থী আশা আক্তারকে পুর্নবাসনসহ সার্বিক সহযোগীতা প্রদানের জন্য উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সুলতানা রাজিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান দায়ীত্ববান গ্রহন করেন।

http://www.anandalokfoundation.com/