সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥ শরীয়তপুরে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলেক্ষ ব্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে শরীয়তপুর সদর উপজেলা চত্ত্বরে এসে মিলিত হয়।
র্যালী শেষে বৃক্ষরোপণ অভিযান ও ফলদ বৃক্ষমেলা উদ্ভোধন করেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। উদ্ভোধনী পর্ব শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কবির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার। উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবদুস সামাদ। সোমবার থেকে শুরু হওয়া বৃক্ষ মেলা চলবে আগামী ২৭ আগষ্ট শনিবার পর্যন্ত।
জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান বলেন, মানুষের আয় বেড়েছে। তাই নিজের শরীর ভালো রাখার জন্য ফলমুল খেতে হবে। বর্তমানে মানুষের গড় আয়ু ৭৫ বছর। ২০১৫ সালে ফলমালীনের উপর আইন পাশ হয়। গত রোজা থেকে শরীয়তপুর আমরা ফলমালীনের উপর অভিযান চালাচ্ছি। যেন বাজারে কোন দোকানেই ফলমালীন যুক্ত ফল বিক্রি করতে না পারে। আপনাদের কাছে এরকম কোন তথ্য থাকলে আমাদের সহযোগীতা করবেন।