13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন

admin
August 7, 2016 4:08 pm
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শরীয়তপুর-মাওয়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধনে একাত্ত্বতা প্রকাশ করে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক সেলিনা আক্তার, মোঃ আলী আকবর মিয়া, রতন মিস্ত্রী, মোঃ মিজানুর রহমান, অনাদি চন্দ্র সরকার, রেজাউল করিম, দিলিপ কুমার বাড়ৈ, চিন্ময় কুমার রায় সহ বিদ্যালয়ের ছাত্রীরা স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহন করে।

মানববন্ধন থেকে দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তীব্র নিন্দা ও ঘৃণা জানানো হয়। এছাড়াও সমাজে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজ নিজ স্থান থেকে রুখে দাড়ানোর জন্য আহ্বান জানানো হয়।

http://www.anandalokfoundation.com/