14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সকল ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালির জীবন দর্শন -কৃষিমন্ত্রী

Biswajit Shil
December 1, 2019 7:08 pm
Link Copied!

অসাম্প্রদায়িক চেতনা নিয়ে এদেশ স্বাধীন হয়েছে। এদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা হলো বাঙালির জীবন দর্শন। বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৫তম আন্তর্জাতিক সর্বধর্মীয় বিশ্বজনীন প্রার্থনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্ম-গোত্র নির্বিশেষে সকলের আরাধনার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জঙ্গিবাদের অবসান ঘটিয়ে সুখ ও শান্তিময় সমাজ গড়ে তুলতে হবে। আমাদের সন্তানরা কেন জঙ্গিবাদে জড়াচ্ছে সেটা অভিভাবক হিসেবে আমাদের ভাবতে হবে।

তিনি বলেন,  সন্তানদের নৈতিক শিক্ষা, বিশেষ করে ধর্মীয় ও মানবিক মুল্যবোধের শিক্ষা দিতে হবে।   ধর্মের প্রকৃত অনুসারী করে তাদের গড়তে হবে। এর শুরুটা হতে হবে পরিবার থেকে। ধর্ম নিয়ে হানাহানি কেন করবো? কেন অন্যের মতকে শ্রদ্ধা করবো না? আমরা অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ চাই।

হাক্কানী আঞ্জুমান এর সেক্রেটারি ডা. এস এম নুরুল হকের সভাপতিত্বে প্রার্থনা সভায় কলকাতায় অবস্থিত সুফি আজানগাছীর গদিনশীন প্রেরিত বিশেষ বাণী পাঠ করেন প্রধান খাদেম মুন্সী বদিয়ার রহমান। এ ছাড়া ওজিফা পাঠ এবং জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাগুফ্‌তা ইয়াসমিন, নৌ সচিব মোঃ আবদুস সামাদ,  প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্মতত্ব ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড.ফাদার তপন ডি রোজারিও।

 প্রার্থনা সভায় দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

http://www.anandalokfoundation.com/