13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

‘মিল রয়েছে গুলশানে হামলাকারীদের সঙ্গে’

admin
July 26, 2016 11:49 am
Link Copied!

স্টাফ রিপোর্টার: গুলশানে হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের মিল রয়েছে। এরা সবাই একই গ্রুপের। বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

গুলশানের ঘটনার পর জঙ্গিরা বিভিন্ন স্থানে আস্তানা গেড়েছে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালায়।

মঙ্গলবার সকালে কল্যাণপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, কল্যাণপুরে নিহত জঙ্গিরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের।

আইজিপি বলেন, পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ওই নয় জঙ্গি নিহত হয়।

http://www.anandalokfoundation.com/