14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ পূর্ণগ্রাস চন্দ্রগহণ, জেনে নিন দৃশ্য স্থান ও সময়

ডেস্ক
September 7, 2025 8:09 am
Link Copied!

চলতি বছরে মোট চারটি গ্রহণ হইবে। তারমধ্যে দুইটি চন্দ্রগ্রহণ ও দুইটি সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ দুইটি বাংলাদেশ ও ভারত বর্ষে দৃশ্য এবং সূর্যগ্রহণ দুইটি বাংলাদেশ ও ভারতবর্ষে অদৃশ্য।  আজ ৭ সেপ্টেম্বর(রবিবার) বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ ও ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ সময়ে আজ রবিবার চন্দ্রগ্রহণটি রাত্রি ১০/২৭মি. থেকে শুরু হয়ে রাত্রি ঘ ১/৫৭ মিনিটে শেষ হবে। মোট ৪ ঘন্টা স্থায়ী হবে গ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী পৃথিবীতে গ্রহণের সময়ঃ

গ্রহণ স্পর্শ(আরম্ভ)ঃ রাত্রি ঘ ১০/২৭ মি।

গ্রহণ মধ্যঃ রাত্রি ঘ ১২/১১মিনিটে।

পূর্ণগ্রাস স্থিতিঃ ১ ঘন্টা ৫৩ মিনিট।

গ্রহণ স্থিতিঃ ৪ ঘন্টা

পূর্ণগ্রাস আরম্ভ(নিমীলন)ঃ রাত্রি ঘ ১১/৩০মিনিটে

পূর্ণগ্রাস সমাপ্তি(উন্মিলন)ঃ রাত্রি ঘ ১২/৫৩ মিনিট

গ্রহণ মোক্ষ(সমাপ্তি)ঃ রাত্রি ঘ ১/৫৭ মিনিটে

গ্রাসমানঃ ১.৩৬৮

আন্টার্কটিকা, অষ্ট্রেলেশিয়া, এশিয়া, ইউরোপ, ভারতমহাসাগর, আটলান্টিকমহাসাগরের পূর্বভাগে ও রাশিয়ার কতিপয় অঞ্চলে, প্রশান্তমহাসাগর, আইসল্যাণ্ডের কতিপয় অঞ্চলে, আফ্রিকার পশ্চিমাংশের কতিপয় অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিমভাগে দৃশ্য হইবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

গ্রহণ দর্শনে শুভাশুভঃ এই গ্রহণ মেষ, কন্যা তুলা, ধনু ও মকররাশির দর্শনে শুভ। অন্যরাশির জন্য অশুভ। তবে রাত্রি ঘ ১০/২৭ গতে ১১/৩০মি. মধ্যে ও রাত্রি ১১/৩০ গতে তুলারাশির দর্শন নিষিদ্ধ।