14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মাদারীপুরের বিক্ষোভ মিছিল

Link Copied!

রাজধানী ঢাকায় পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ‍‌মাদারীপুরের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(১২ জুলাই) বিকেলে শহরের ইটেরপুল রফিক সুপার মার্কেট ও মাদারীপুর সরকারি কলেজ গেট থেকে ইসলামী যুব আন্দোলন ও ছাত্র জনতার উদ্যোগে ‍‌বিক্ষো়ভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ মিছিলটি ইটেরপুল রফিক সুপার মার্কেট ও কলেজ গেট থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব সামনে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

এ সময় বক্তারা জানান, রাজনৈতিক প্রশ্রয়ে এমন নৃশংস ঘটনা ঘটানো শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বড় পরিচয়। আমরা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।”

নেতৃবৃন্দ আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সারাদেশে একটি দল দখল, লুটপাট, চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের মতো নানা অপরাধে লিপ্ত হয়েছে। ইতোমধ্যে তারা দেড় শতাধিক মানুষকে হত্যার মধ্য দিয়ে একটি সন্ত্রাসী ও খুনিচক্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।”

আমরা ব্যবসায়ী মো. সোহাগের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই ঘটনাসহ সারাদেশে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্র জনতার পক্ষ থেকে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক আশিকুল তামিম আশিক,আবু আলীম সাধারণ ছাত্র-জনতা ও আসাদুজ্জামান সাইফ স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময় ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,হযরত মাওলানা এস এম আজিজুল হক,সাংগঠনিক সম্পাদক ইসলামী যুব আন্দোলন (ফরিদপুর বিভাগ),ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা সহ সভাপতি মাওলানা মমিনুল ইসলাম জেলা সাধারণ সম্পাদক, মাস্টার মুহাম্মদ সোহেল তালুকদার, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ অন্যরা।

http://www.anandalokfoundation.com/