14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট(৩৬জুলাই) সরকারি ছুটি

ডেস্ক
June 19, 2025 4:31 pm
Link Copied!

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট(৩৬জুলাই) সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বৃহস্পতিবার (১৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, এখন থেকে ৫ আগস্ট (৩৬ জুলাই) সরকারি ছুটি পালন করা হবে। রবিবার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে।  এ ব্যাপারে আগামী রবিবার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ১৪ জুলাই থেকে চলবে মূল আয়োজন। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।

এ সময় রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার বিষয়ে চিন্তা করা হচ্ছে বলেও জানান ফারুকী।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।

তিনি আরও জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আগামী ২৩ জুন সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

http://www.anandalokfoundation.com/