ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু’র ওপর হামলার ঘটনায় অভিযুক্ত পল্লব কুমার রায় (১৯)কে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
শনিবার (৪ঠা জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপর জেলা পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম , মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান এবং মধুখালী থানা অফিসার ইনচার্জ এস. এম. নুরুজ্জামান এর নির্দেশে পুলিশের অভিযান চলাকালী সময়ে উপজেলার ডুমাইন ইউনিয়নের খেওয়াঘাট থেকে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে নিশ্চিত করেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান । তিনি বলেন, পল্লব কুমার রায় (১৯) এর বিরুদ্ধে মামলা হওয়ায় মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে জেলা হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে আমাদের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার (৩রা জানুয়ারি) রাত প্রায় ৮.৩০মিনিটের সময় আজকের পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক সৌগত বসু এর ডুমাইন গ্রামের বাড়ীতে তার পিতা মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু (৬৮) মা কাকলি বসু (৬০) এবং প্রতিবেশী প্রীতি মালো (১৫) এর ওপর হামলা চালানোর অভিযোগ উঠে পল্লব কুমার রায়ের বিরুদ্ধে। পরে আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
পরে শনিবার সৌগত বসু এ ঘটনায় বাদী হয়ে পেনাল কোড , ৪৫৭/৩৮২/৫১১ধারায় মধুখালী থানায় মামলা করেন । মামলা নং-২ তাং ৪-০১-২০২৪ইং । অন্যদিকে সাংবাদিক সৌগত বসু তার বাবা ও মা এবং প্রতিবেশী প্রীতি মালো বিশ্বাসের উপর সকল হামলাকারী সনাক্ত ও গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি করেন।