রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বুধবার (১৮ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় মহাখালী কড়াই বস্তি বনানী ৫ নম্বর রোডে মাথায় আনসার ক্যাম্প সংলগ্ন ময়দানে জিয়াউর রহমান ফাউন্ডেশন স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১২ দলীয় জোট কর্মসূচির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অন্যদিকে বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কর্মসূচি রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা
টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা হবে। বেলা ১১টা ও দুপুর ১২টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনা সভা হবে।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ
দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে ইউএনআইডিএস এবং বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিকেল সাড়ে ৩টায় গণস্বাক্ষরতা অভিযান এবং দ্য ডেইলি স্টারের যৌথ আয়োজিত ‘গৃহকর্মীদের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে অংশীজনদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এই উপদেষ্টা।
ছাত্র অধিকার পরিষদ
বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এসব কর্মসূচি পালন করা হবে।
অর্থ উপদেষ্টা
দুপুর ২টায় মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় যোগ দেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
প্রেস ব্রিফিং
বেলা সোয়া ১১টার দিকে মা ও মেয়ে হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার সংক্রান্তে প্রেস ব্রিফিং করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার।
উপদেষ্টা আসিফ নজরুল
সকাল সোয়া ৯টার দিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপদেষ্টা আসিফ নজরুল।