13yercelebration
ঢাকা
শিরোনাম

মায়ানমার সীমান্ত পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে, প্রভাব পড়তে পারে বাংলাদেশে

বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য গ্রহণযোগ্য নিয়োগ ও উন্নত কর্মপরিবেশ তৈরী করা হবে -ড. এম সাখাওয়াত হোসেন

কামারখালী উদ্দীপন বিদ্যানিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বর্ষ সমাপনী ও বিদায় অনুষ্ঠান

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ ২ হাজার শীতবস্ত্র বিতরণ

বিসিএসসহ সব সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা, প্রজ্ঞাপন জারি করেছে সরকার

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

আজকের সর্বশেষ সবখবর

দুদক চেয়ারম্যান-কমিশনার এর যোগদান

পিআইডি
December 11, 2024 7:24 pm
Link Copied!

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সপ্তম চেয়ারম্যান হিসেবে ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং এবং কমিশনার হিসেবে মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী আজ দুদকে যোগদান করেছেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) রাষ্ট্রপতি অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্‌সান ফরিদকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

ড. মোহাম্মদ আবদুল মোমেন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের একজন সদস্য। তিনি ১৯৮২ সালে সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়ায় যোগদান করেন। পরবর্তীতে তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরু্ত্বপূর্ণ পদে কর্মকাল অতিবাহিত করেন। কর্মকালীন জীবনে ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও পরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে উপ-পরিচালক, কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), একটি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থায় লিয়েনে দায়িত্ব পালন, পররাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, দুই জন রাষ্ট্রপতির একান্ত সচিব, সমাজকল্যাণ অধিদপ্তরের পরিচালক, জেলা প্রশাসক-ঢাকা, পরিচালক-ভূমি রেকর্ড, অভিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা,  ঢাকা পরিবহণ সমন্বয় বোর্ড-এর নির্বাহী পরিচালক, চেয়ারম্যান-বিআরটিএ, বাংলাদেশ বিমানের এমডি ও সিইও এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব  হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব থাকার সময় ২০০৯ সালে ড. মোমেনকে ওএসডি এবং ২০১৩ সালের ৬ই জুন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ আগস্ট ২০২৪ তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতিপূর্বক জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। ড. মোমেন ১৮ আগস্ট ২০২৪ তারিখ জ্যেষ্ঠ সচিব পদে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগদান করেন এবং একই সাথে সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পালন করেন।  গত ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেন।

ড. মোহাম্মদ আবদুল মোমেন, ০১ জানুয়ারি ১৯৫৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব এ এফ এম আবদুল মোতালেব এবং মাতা জাহানারা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি এক পুত্র ও এক কন্যার জনক। তাঁর সহধর্মিনী একজন চিকিৎসক।  ড. মোমেন ঢাকা, ওয়েলস ও লন্ডনে পড়াশোনা করেন। শুরুতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। পরবর্তীতে আইনে স্নাতক এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

অন্যদিকে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ১৯৮২ ব্যাচের বিচার ক্যাডারের একজন সদস্য। তিনি ২০১৬ সালের ২৬ মে জেলা ও দায়রা জজ পদ থেকে অবসর গ্রহণ করেন।  মার্চ ২০০৬ থেকে মে ২০০৯ পর্যন্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮ সাল দুদক রিফর্ম অ্যাডভাইজারী কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ থেকে ২০১১ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জুডিশিয়াল আডমিনিস্ট্রেশন ট্রেইনিং ইন্সটিটিউট এর  উপপরিচালক এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারী, মৌলভীবাজার এবং সর্বশেষ লালমনিরহাট জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ওয়াসিংটন ডিসিতে এন্টি-টেররিজম অ্যাসিসটেন্স প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণ করেন। তাঁর স্ত্রী পেশায় একজন শিক্ষক। তিনি এক পুত্র ও এক কন্যার জনক। তাঁর কন্যা-জামাতা দুইজনই ব্যারিস্টার। তিনি ১৯৫৭ সালের ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) প্রথম ব্যাচের ছাত্র।

http://www.anandalokfoundation.com/