ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীনের জন্মদিন আজ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর কুষ্টিয়া জেলার কয়া গ্রামে মাতামহের বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শরৎশশী। ঝিনাইদহ জেলায় পৈতৃক বাড়িতে তার ছেলেবেলা কাটে। ৫ বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। মা এবং বড় বোন বিনোদবালার সাথে তিনি মাতামহের বাড়ি কয়াগ্রামে চলে যান। যতীন শৈশব থেকেই শারীরিক শক্তির জন্য বিখ্যাত ছিলেন।
আজ ৭ ডিসেম্বর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪৫তম জন্ম দিবস। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান প্লট তারই মস্তিস্কপ্রসূত।
যতীন্দ্রনাথের ‘বাঘা যতীন’ নামটি কে দিয়েছিলেন তা জানা যায় না। কিন্তু এর পেছনে রয়েছে এক মজার গল্প। কথিত আছে, একবার কয়াগ্রামে গিয়েছিলেন যতীন্দ্রনাথ। সেই সময় গ্রামে বাঘের খুব উৎপাত ছিল। একদিন গ্রামবাসীরা বাঘের আস্তানায় হানা দিল। খবর শুনে যতীনও ভিড়ে গেলেন বাঘ শিকারীদের দলে। তাদের মধ্যে একজনের হাতে ছিল শুধু বন্দুক। বাকিদের হাতে লাঠি, বল্লম আর দাঁ। যতীনের হাতে অবশ্য এসবের কিছুই নেই। তাঁর হাতে শুধু পেন্সিল কাটার ছুরি। হঠাৎ বাঘ দেখা গেল। তাকে লক্ষ্য করে গুলি করা হলো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলো সেই গুলি। বাঘটা গেল ক্ষেপে। ক্রুদ্ধ বাঘ ঝাঁপিয়ে পড়লো যতীন্দ্রনাথের উপর। কিন্তু যতীন ঘাবড়ে যাবার ছেলে নন। তিনি তাঁর হাতের পেন্সিল কাটার ছুরি দিয়েই বাঘের সাথে লড়াই করে যেতে লাগলেন, এবং তার ছুরির ঘায়েই সাঙ্গ হল বাঘের ভবলীলা। আর তারপর থেকেই যতীন্দ্রনাথ হয়ে উঠলেন বাঘা যতীন।
যতীনের মা বিধবা শরৎশশী দেবী ছিলেন স্বভাবকবি। সমসাময়িক বাঙালি চিন্তাবিদদের রচনাবলীর পাঠিকারূপে তিনি অবগত ছিলেন দেশের মঙ্গলের পথ এবং সেইমতো তিনি লালন করতেন তার সন্তান দু’টিকে। পরোপকার, সত্যনিষ্ঠা, নির্ভীক চিন্তায় ও কর্মে অভ্যস্ত যতীন পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি কৌতুকপ্রিয়তার জন্যও সমাদৃত ছিলেন। পৌরাণিক নাটক মঞ্চস্থ ও অভিনয় করতে তিনি ভালোবাসতেন এবং বেছে নিতেন হনুমান, রাজা হরিশচন্দ্র, ধ্রুব, প্রহ্লাদ প্রভৃতি চরিত্র।
যতীনের বড় মামা বসন্তকুমার চট্টোপাধ্যায় (বিপ্লবী হরিপদ চট্টোপাধ্যায়ের পিতা) ছিলেন কৃষ্ণনগরের আইনজীবী এবং আইনের অধ্যাপক। তার পরামর্শ নিতেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর – পার্শ্ববর্তী শিলাইদহে তার জমিদারী সংক্রান্ত নানা প্রয়োজনে। কৈশোর থেকে রবীন্দ্রনাথ যে অনুরাগ নিয়ে আন্দোলন চালিয়েছিলেন ব্রিটিশ শাসনে ভারতীয়দের প্রতি অবজ্ঞা ও অত্যাচারের বিরুদ্ধে, তারই প্রেরণায় শরৎশশী উদ্বুদ্ধ করেছিলেন যতীনকে। রবীন্দ্রনাথের ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ইতিহাস-ভক্ত। যতীনের চরিত্রে মুগ্ধ হয়ে তিনি হাজির হতেন যতীনের ফুটবল ক্লাবে; সেখানে দামাল ছেলেগুলির সামনে সুরেন তুলে ধরতেন দেশপ্রেমের আদর্শ। গীতাপাঠের মধ্যে তাদের বুঝিয়ে দিতেন নিষ্কাম কর্মের উপযোগিতা। যতীন কৃষ্ণনগর শহরে এংলো ভার্নাকুলার (এ ভি) বিদ্যালয়ে ভর্তি হন।
১৮৯৫ সালে এন্ট্রান্স পাস করে তিনি কলকাতা সেন্ট্রাল কলেজে (বর্তমানের ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজ) ভর্তি হন। কলেজের পাশেই স্বামী বিবেকানন্দ বাস করতেন। বিবেকানন্দের সংস্পর্শে এসে যতীন দেশের স্বাধীনতার জন্য আধ্যাত্মিক বিকাশের কথা ভাবতে শুরু করেন। এসময়ে প্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটে। বিবেকানন্দের আহবানে যতীন তার বন্ধুদের দল নিয়ে এই রোগে আক্রান্তদের সেবায় নিয়োজিত হন।
স্বামী বিবেকানন্দের পরামর্শে যতীন শরীরচর্চার জন্য অম্বু গুহের কুস্তির আখড়ায় যোগ দেন। সেখানে তার সাথে সেসময়ের অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের দেখা হয়। এদের একজন শচীন বন্দোপাধ্যায়ের সাথে পরিচয়ের সূত্রে তিনি শচীনের পিতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণের সাক্ষাৎ পান। যোগেন্দ্রনাথ তখনকার ইউরোপের মাৎসিনি, গারিবল্ডি প্রমুখ ইতালীয় বিপ্লবীদের জীবনের আলেখ্য রচনা করেছিলেন।
কলেজ পাঠের সঙ্গে সঙ্গে যতীন অ্যাটকিনসন সাহেবের স্টেনো টাইপিংয়ের ক্লাসে ভর্তি হন। সদ্য প্রচলিত টাইপরাইটার ব্যবহার করার এই প্রশিক্ষণের মাধ্যমে মোটা মাইনের চাকুরি পাওয়া সম্ভব ছিলো। ঔপনিবেশিক মনোবৃত্তিতে পরিচালিত বিশ্ববিদ্যালয়ের পাঠে ইস্তফা দিয়ে যতীন ১৮৯৯ সালে মজঃফরপুর চলে যান। সেখানে তিনি ব্যারিস্টার কেনেডীর সেক্রেটারি হিসাবে কাজে যোগ দেন। ভারতের জন্য মজুদ অর্থ দিয়ে ইংরেজ সরকার সৈন্যবাহিনী মোতায়েন করছে সাম্রাজ্য রক্ষার স্বার্থে, তার বিরুদ্ধে কেনেডি কংগ্রেসের মঞ্চ থেকে বক্তৃতা মারফৎ এবং তার সম্পাদিত ত্রিহুত কুরিয়ার পত্রিকায় প্রচারণা চালাতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিভোগী এই ভারত প্রেমিক ব্যারিস্টার কেনেডি ছিলেন মোগল সাম্রাজ্যের উপরে মৌলিক গবেষণার জন্য বিখ্যাত। দুর্ভাগ্যক্রমে কেনেডি’র স্ত্রী ও কন্যার জীবননাশ ঘটে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকীর বোমায়। কেনেডির উৎসাহে মজঃফরপুরের তরুণদের জন্য যতীন ফুটবল ও অ্যাথলেটিক ক্লাব গড়ে তুলেন।
জননী শরৎশশীর অসুস্থতার সংবাদে যতীন কয়াগ্রামে এসে দেখেন এক কলেরা রোগীর সেবা করতে করতে তার সংক্রমণে যতীনের মা মৃত্যুবরণ করেছেন। দিদি বিনোদবালার কাছে যতীন জানতে পারেন, তার প্রয়াত মা কুমারখালীর উমাপদ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ইন্দুবালার সাথে যতীনের বিয়ের সম্বন্ধ করেছিলেন। ১৯০০ সালে যতীন ইন্দুবালাকে বিয়ে করেন। তাদের ৪টি সন্তান হয় – অতীন্দ্র (১৯০৩-০৬), আশালতা (১৯০৭-৭৬), তেজেন্দ্র (১৯০৯-৮৯) এবং বীরেন্দ্র (১৯১৩-৯১)।
যতীন মজঃফরপুরে আর ফিরবেন না – এই খবর পেয়ে কেনেডি একটি সুপারিশ দেন তার বন্ধু হেনরি হুইলারের নামে, যিনি তখন বাংলা সরকারের অর্থসচিব। যতীনকে হুইলার নিজের স্ট্যানোগ্রাফার হিসাবে নিয়োগ করেন। যতীনের পেশাগত নৈপুণ্যের সঙ্গে তার আত্মসম্মানবোধ ও দেশপ্রেম মুগ্ধ করে হুইলারকে। ভারতীয় প্রজাদের উপরে ইংরেজ অফিসারদের অবর্ণনীয় অত্যাচারের বিরুদ্ধে তখন বিপিন চন্দ্র পাল নিউ ইন্ডিয়া (New India) পত্রিকায় প্রতিবাদ ছাপছেন; তারই প্রতিধ্বনি তুলে বংগদর্শনের পৃষ্ঠায় রবীন্দ্রনাথ লিখছেন মুষ্টিযোগের উপযোগিতা বিষয়ে – ব্যক্তিগতভাবে আক্রান্ত ইংরেজের পক্ষ নিয়ে সরকার যেভাবে তার বদলা নেয়, সে বিষয়ে হুঁশিয়ার করে রবীন্দ্রনাথ ইঙ্গিত দিচ্ছেন ভারতীয়দের সংঘবদ্ধ হতে। এর পিছনে প্রচ্ছন্ন আছে বিপ্লবীদের গুপ্ত সমিতি গঠনের পরিকল্পনা।
এই ডানপিটে সাহসী ছেলে যে ব্রিটিশ সরকারের অত্যাচার, পরাধীনতার গ্লানি মানতে পারবে না তা বুঝে নেওয়া কঠিন নয়। কিশোর বয়স থেকেই তাঁর মনে পরাধীনতার গ্লানি, দাসত্বের অপমান গভীরভাবে রেখাপাত করেছিল। তিনি বুঝতে পারলেন মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো পরাধীনতা। এই চিন্তাই যতীন্দ্রনাথকে সংগ্রামের পথ, বিপ্লবের পথের সন্ধান দেখিয়েছিল। বাঘা যতীন কখনও ব্যক্তি বা ক্ষুদ্র-স্বার্থকে গুরুত্ব দেননি। দেশের স্বার্থ ছিল তার কাছে সবচেয়ে বড়। তিনি যখন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মৃত্যুকে নিত্যসঙ্গী করে দেশে-বিদেশে ঘুরছেন, বিপ্লব সংঘটিত করছেন, তখন তাকে অনেকেই তার স্ত্রী-সন্তানের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। সে সব শুনে তিনি হাসিমুখে বলেছিলেন, “সমষ্টির হিত কামনায় ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করতে হবে।”
তার দলবলের এই বিপ্লবী ভাবধারা ঠাহর করতে পেরেই পুলিশ কমিশনার চার্লস টেগার্ট বিশাল পুলিশবাহিনী নিয়ে বাঘা যতীন ও তার সঙ্গী বিপ্লবীদের পিছু নিয়েছিলেন। বিপ্লবীরা অনাহারে-অর্ধাহারে এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে যেতে লাগলেন। আর বাঘাযতীন তৈরি হচ্ছিলেন পাল্টা আক্রমণের জন্যে। একদিন বঙ্গোপসাগরের উপকূলে বুড়ি বালাম নদীর তীরে দোকানে চার সঙ্গীদের নিয়ে খেতে বসেছিলেন বাঘা যতীন। সেই খবর পুলিশে কাছে পৌঁছয়। তখনই পুলিশবাহিনী নিয়ে বালেশ্বরের জেলা ম্যাজিস্ট্রেট কিলবি ও মিলিটারি লেফটেন্যান্ট রাদারফোর্ড চলে যান সেখানে। বাঘা যতীনও বিপদ আঁচ করে লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন। আশ্রয় নিলেন পরিখার আড়ালে। পুলিশের সঙ্গে তাঁদের গুলির যুদ্ধ শুরু হল। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামের এক পবিত্র রণক্ষেত্রে পরিণত হল বুড়িবালামের তীর। গুলির যুদ্ধে সেখানে চিত্তপ্রিয় রায়চৌধুরী শহিদ হলেন। গুরুতর আহত হলেন বাকি তিন জন। তাঁদের বন্দুকের গুলি ফুরিয়ে যায়। এই অবস্থায় ব্রিটিশ পুলিশ তাঁদের বাগে পেল।
যতীন্দ্রনাথ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে বলেছিলেন, আমি ও আমার লেফটেন্যান্ট চিত্তপ্রিয় গুলি করেছি, বাকী এ তিনজন লোক সম্পূর্ণ নির্দোষ। তারা আমাদের সাথে এসেছিল মাত্র। তিনি মনোরঞ্জন, নিরেন ও জ্যোতিষকে ফাঁসির হাত থেকে বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন। মুমূর্ষূ যতীন্দ্রনাথকে বালেশ্বর হাসপাতালে পাঠানো হলো। তাঁর মাথায় ব্যান্ডেজ করা হয়। যতীন্দ্রনাথ বলেছিলেন, “দখলদার সরকার আমাকে সুস্থ করিয়ে ঘটা করে ফাঁসিতে ঝুলিয়ে বাহবা নেবে তা হতে পারে না।” এ কথা বলেই ব্যান্ডেজ খুলে মগজের ভিতর আঙুল ঢুকিয়ে মগজে টান দেন। ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর তিনি বালেশ্বরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও যতীন্দ্রনাথের শেষ অনুরোধ রক্ষা করার মতো ঔদার্য বিদেশী রাজশক্তির ছিল না। বিশেষ আদালতের বিচারে মনোরঞ্জন ও নিরেশের ফাঁসির হুকুম হয়, জ্যোতিষের হয় যাবজ্জীবন দ্বীপান্তর।
ইংরেজ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম করেছেন, যাদের আত্মদান ইংরেজ শাসকদের বুকে কাঁপন ধরিয়েছে, তাদের অন্যতম বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যিনি ‘বাঘা যতীন’ নামে বেশি পরিচিত। দেশমাতৃকার প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতা, অপরিসীম সাহস ও শৌর্যবীর্য তাকে অগ্নিযুগের বিপ্লবীদের প্রথম পঙ্ক্তিতে স্থান দিয়েছে।
বিপ্লবী বাঘাযতীনের হলদিঘাট বুড়ি বালামের তীরে বীরত্বপূর্ণ সশস্ত্র সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন,
“বাঙালির রণ দেখে যা তোরা
রাজপুত, শিখ, মারাঠী জাত
বালাশোর, বুড়ি বালামের
নবভারতের হলদিঘাট।”
যে সংগ্রামের কথা কবি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছেন, তার সেনাপতি ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘাযতীন। যতীন্দ্রনাথ ব্রিটিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিন্তু কালের নিয়মে এই বীর বিপ্লবী যোদ্ধারাও থেকে যান কেবল ইতিহাসেরই পাতায়।
মাত্র ৩৬ বছর বয়সে যতীন্দ্রনাথের বিপ্লবী-জীবন শেষ হয়। তাঁর প্রতিজ্ঞা ছিল বিস্ময়কর। অচিন্তনীয় ছিল তাঁর শক্তি ও বীরত্ব আর অপরিমেয় দেশপ্রেম। যতীন্দ্রনাথের মৃত্যুর পরে পুলিশ কমিশনার টেগার্ট তাঁর প্রতি শ্রদ্ধা প্রকাশ করে বলেন, “I have met the bravest Indian. I have the greatest regard for him but I had to do my duty.”
তাঁর লাশ কোথায় কী করা হলো জানা গেল না। মানুষের মুখে মুখে অমর হয়ে গেলেন মুক্তির লড়াইয়ের মহান সৈনিক বিপ্লবী বাঘা যতীন আর তাঁর বিপ্লবী সাথী। কবির কবিতায় বিধৃত হলো কাহিনী।
“বৃটিশের সাথে যুদ্ধ করেছে
তোমরা পঞ্চবীর
বুকের রক্তে রাঙায়ে দিয়েছে
বুড়ী বালামের তীর।”
মাত্র ৩৬ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর উড়িষ্যার বালাশোরের চষাখে ইংরেজ বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে মৃত্যুবরণ করেন। অন্তিম নিঃশ্বাস ত্যাগের আগে তিনি বলেছিলেন ‘আমরা মরব দেশ জাগবে’।