বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। চার আসামি হলেন– কুড়িগ্রামের মো. নজরুল ইসলাম মঞ্জু (৬০), নরসিংদির মো. আমির হামজা (৩৮), বগুড়ার ফরিদ শেখ (২৮) ও মো. জাকারিয়া (৩১)।
মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কারাগার থেকে পালানোর পর বুধবার ভোররাত ৪টার দিকে বগুড়া শহরের চেলোপাড়া চাষী বাজারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
জেলা পুলিশ সুপার জানান, অভিযানের এক পর্যায়ে ভোর ৪টা ১০ মিনিটের দিকে শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষী বাজার থেকে চারজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় এই চারজনই কারাগার থেকে পালানো ফাঁসির আসামি। এরপর তাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়।
বগুড়া জেলা কারাগারের জেলার মোহাম্মদ ফরিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনই ফাঁসির আসামি। তারা পালিয়েছিলেন। আমার কারাগারের পাশেই তাদের পেয়েছি।
আজ সকাল ৮টা পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির নাম জানা যায়নি। তবে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।