13yercelebration
ঢাকা

কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী পালিত

Dutta
June 20, 2024 9:55 pm
Link Copied!

নিউজ ডেস্ক: ২০ জুন বাংলাদেশ মহিলাপরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ১১৩তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় সংগঠনের কার্যালয় সুফিয়া কামাল ভবনে (১০ ,বি/১, সেগুনবাগিচা,ঢাকা) কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন সামাজিক, গণতান্ত্রিক, নারীমুক্তি আন্দোলনের পথপ্রদর্শক এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামালের জন্মদিন আজ। তিনি অসমতা, অন্যায্যতার বিরুদ্ধে ও প্রগতির পক্ষে যে আন্দোলনের সূচনা করেছেন তাঁর স্নেহধন্য হিসেবে আমরা এই আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাব।

এদিন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, সম্পাদকমন্ডলী এবং কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/