বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বান্দের বাজার থেকে ৩৬ কেজি আফ্রিকান মাগুর জব্দ করা হয়েছে। বুধবার রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জীব বৈচিত্র ও দেশীয় প্রজাতির মাছ সহ সকল ধরনের জলজ প্রাণির জন্য হুমকি স্বরূপ রাক্ষুসে হিং¯্র আফ্রিকান মাগুর বিক্রির সময় মোতাহার কবিরাজ নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে মাগুরগুলো জব্দ করা হয়।
এসময় মোতাহারের দেওয়া তথ্য মতে খুন্না গোবিন্দপুরের একটি পুকুরে সেচ দিয়ে আরো ৫৬ কেজি আফ্রিকান মাগুর জব্দ এবং পুকুর থেকে আহরণ অযোগ্য প্রায় দুইশ’ কেজি মাগুর মাছ ব্লিচিং পাউডার ছিটিয়ে বিনষ্ট করা হয়। পরবর্তীতে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক কর্তৃক মোবাইল কোর্ট চালিয়ে মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত মাগুরগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।