বেনাপোলসহ দেশের ৪টি স্থলবন্দরে যাত্রী সেবা বাড়াতে অনাইনে বন্দর ট্যাক্স পরিশোধের উদ্বোধন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মো:জিল্লুর রহমান চৌধুরী।
রোববার দুপুর ১২ টায় বাংলাদেশ স্থলবন্দর কার্যলয় থেকে ভিডিও কনফারেন্সের এ সুবিধার উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান।
উদ্বোধনের পর এ সেবার আওতায় থাকছে বেনাপোল,বাংলাবান্ধা,বুড়িমারি ও নওগা স্থলবন্দর। বিকাশে,নগত,রকেট,উপায় ও ক্রেডিট ও ব্যাংকিং কাডের মাধ্যমে এ চার্জ পরিশোধ করা যাবে। বর্তমান যাত্রী প্রতি বন্দর ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ৫৪ টাকা ৫২ পয়সা। পরবর্তীতে অনান্য বন্দরগুলোতেও অনলাইনে বন্দর ট্যাক্স পরিশোধের সেবা চালু হবে।
অনলাইন সেবা চালুর ফলে পাসপোর্টধারীদের সময় সাশ্রয় ও ভোগান্তি কুমবে বলে মনে করছেন স্থলবন্দর চেয়ারম্যান ও বন্দর পরিচালকেরা। বন্দর পরিচালকেরা ভিডিও কনফারেন্সে বেনাপোলসহ বিভিন্ন বন্দর,কাস্টমস, ইমিগ্রেশন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা যোগ দেয়।
বেনাপোল বন্দর অডিটোরিয়ামে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম সহ অনান্যরা।