টাঙ্গাইলে কীর্তন চলাকালীন সময়ে মাদকাসক্ত আশরাফ এবং আলামিনের দল জুতা পায়ে ভোগ মন্দিরের ভেতরে প্রবেশ করতে চায়। বাধা দিলে নারী-পুরুষদের উপর হামলা চালিয়ে মারধর এবং আশেপাশের বাড়িঘর-মন্দিরের প্রতিমা ভাঙচুর করে তারা। হামলায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ৫ জন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে পয়লা গ্রামে কালী মন্দিরের নাট মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরে উপস্থিত স্থানীয়রা জানান, সন্ধ্যায় ৫-৬ জনের একটি দল এসে প্রসাদ খেতে চান। তাদের প্রসাদ খেতে দিলে তারা খেয়ে চলে যান। এর কিছুক্ষণ পর আবার তারা এসে মন্দিরের ভেতর এবং ভোগ ঘরে জুতা পায়ে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে আশরাফ এবং আলামিনের সশস্ত্র দল কীর্তনে আসা নারী-পুরুষদের উপর হামলা চালিয়ে মারধর এবং আশেপাশের বাড়িঘর এবং মন্দিরের প্রতিমা ভাঙচুর চালায়।
নামযজ্ঞ অনুষ্ঠান কমিটি ও স্থানীয়রা জানান, পাশের দরুন গ্রামের চিহ্নিত কিছু মাদকসেবী ও সন্ত্রাসী অনুষ্ঠানে এসে পায়েশ খেতে চাইলে তাদের পায়েশ দেয়া হয়। তাদের চাহিদা মতো পায়েশ দেয়াও হয়। এক পর্যায়ে তারা জোর পূর্বক ভোগ ঘরে প্রবেশ করে। সেসময় তাদের বাঁধা দেয়া হলে তারা ক্ষিপ্ত হয়ে চলে যাওয়ার সময় পূর্বপরিকল্পনা মোতাবেক তাদের অন্যান্য সঙ্গীদের ঘটনাস্থলে আসতে বলে এবং তারা বের হয়ে যায়। প্রায় ৪০ মিনিট পর অন্তত ৫০/৬০ জনের একটি স্বশস্ত্র দল দরুন উত্তরপাড়া সনাতন ধর্মীয় সংখ্যালঘু পরিবারের উপর হামলা চালায়। হামলায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
চন্দন রাজবংশী জানান, ওরা নেশাগ্রস্ত ছিলো, আমি ওদের ৪/৫ বার পায়েশ দিয়েছি। তারপরও এই ঘটনা ঘটিয়েছে। এতে মনে হয় এটা পূর্বপরিকল্পিত। প্রসাদ খাওয়া শুধুমাত্র বাহানা।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় সুমন মিয়া বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং সদর উপজেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় এক নেতার নির্দেশে এই হামলা হয়েছে। আর ওই নেতার সার্বক্ষনিক সহচর শরিফ এই হামলার নেতৃত্ব দেয় বলে জানান তিনি।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, ধর্মীয় অনুষ্ঠানটি বন্ধ করার জন্যই এই বহিরাগতরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তিনি জড়িতদের গ্রেফতার করে দ্রুত শাস্তি দেয়ার আশ্বাস দিয়েছেন।
টাঙ্গাইল সদর উপেজলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা ঘটনাস্থল পরিদর্শন করেন।