পিরোজপুর প্রতিনিধিঃ জুয়া খেলায় বাধা দেয়াকে কেন্দ্র করে পিরোজপুর সদর উপজেলায় মসজিদে ঢুকে চাচা-ভাতিজাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
গতকাল বৃহস্পতিবার ৮টার দিকে উপজেলার ভাইজোড়া গ্রামের সিকদার বাড়ির বায়তূন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের মো. বাচ্চু সিকদার (৫০) ও তার ভাতিজা নাজমুল হুদা মামুন সিকদার (২৮)। তাদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাচ্চু সিকদারের বড় ভাই আলমগীর সিকদার জানান, বৃহস্পতিবার সকালে একই এলাকার রাসেল নামে এক যুবককে জুয়া খেলতে নিষেধ করে মামুন সিকদার। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে রাসেল ১০ থেকে ১২ জন লোক নিয়ে মামুন সিকদারের ওপর হামলা চালায়।
এ সময় মামুন দৌড়ে গিয়ে মসজিদে আশ্রয় নিলে যুবকেরা সেখানে গিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। মামুনকে বাঁচাতে তার চাচা বাচ্চু সিকদার এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
মসজিদের ইমাম ক্বারী মোস্তাফিজুর জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে সমবেত হন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক ধারালো অস্ত্র দিয়ে বাচ্চু ও তার ভাতিজা মামুনকে কুপিয়ে জখম করে। এতে মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।