13yercelebration
ঢাকা
শিরোনাম

সার্বজনীন নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি -স্থানীয় সরকার মন্ত্রী

দেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সাথে সমঝোতা স্বাক্ষর-নবায়ন হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জনগণের আস্থা তৈরি করবে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি -তথ্য প্রতিমন্ত্রী 

মেডিকেল কলেজগুলোর মান বৃদ্ধি করে মানসম্মত চিকিৎসক তৈরি করতে হবে -স্বাস্থ্যমন্ত্রী

জলবায়ু কূটনীতি ও ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ -পরিবেশমন্ত্রী

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনে সংঘর্ষ ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেস্টা

গৌরনদী পৌরসভা উপ-নির্বাচন, অনিয়মের অভিযোগে পোলিং অফিসার আটক

আজকের সর্বশেষ সবখবর

এসএসসি যশোর বোর্ডে গড় পাশের হার ৮৬.১৭ জিপিএ-৫ পেয়েছে ২০৬১৭

Link Copied!

এবছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে গড় পাশের হার ৮৬.১৭ শতাংশ। গতবছর যা ছিল ৯৫.১৭। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭জন। গতবার থেকে জিপিএ-৫ ও পিছিয়ে রয়েছে এই বোর্ডের শিক্ষার্থীরা। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী।

আজ শুক্রবার বেলা ১১টায় যশোর প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমদ এই তথ্য উপস্থাপন করেছেন।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, খুলনা বিভাগের ২ হাজার ৫৫৩ টি প্রতিষ্ঠোনর শিক্ষার্থীরা ২৯২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৫৫  হাজার ৭৫৯জন। যাদের মধ্যে পাশ করেছে ১লাখ ৩৪ হাজার ২১৩জন। পাশের হার ৮৬.১৭। যশোর শিক্ষাবোর্ডের অধীনে এবছর ১৯৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাশ করেছে; অর্থাৎ শতভাগ পাশ করেছে। আর শতভাগ ফেল করেছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে ফলাফল পেয় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তাদের দাবি, করোনার পরে পূর্ণ নম্বরে পরীক্ষা গ্রহণের মাধ্যমে মূল্যায় হওয়ায় তারা বেশ খুশি।
শিক্ষক এবং অভিভাবকরাও সন্তানদের সাফল্যে আনন্দিত। করোনাসহ নানা সংকটের মধ্যেও পড়ালেখা চালিয়ে সন্তানরা ভালো ফলাফল করায় তাদের চোখে মুখে সন্তুষ্টির অভিব্যক্তি।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন, ফলাফল গত দুই বছর তুলনায় কিছুটা খারাপ হলেও এটাই প্রকৃত ফলাফল। কারণ গত দুই বছর সর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া হয়েছে। যে কারণে পাশের হার বেশি ছিল। এবছরের পাশের হার এবং ২০২০ সালের পাশের হার কাছাকাছি। এ এ ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

http://www.anandalokfoundation.com/