আজ ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের ৭০তম আবির্ভাব দিবস। গৌড়ীয় মঠের অন্যতম সন্ন্যাসী ওঁ বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি পূজা পুষ্পাঞ্জলি মহাউৎসব পালিত হচ্ছে। বিশ্ববিশ্রুত- শ্রীশ্রী ব্রহ্মমাধ্ব- গৌড়ীয় সম্প্রদায়- সংরক্ষৈক পরিব্রাজকাচার্য্য- আকর মঠরাজ শ্রীচৈতন্য মঠ ও তৎশাখা শ্রীগৌড়ীয় মঠসমূহের প্রতিষ্ঠাতা জগদ্ গুরু প্রভুপাদ শ্রীশ্রীমদ্ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একান্ত নিজজন -অনুকম্পিত পূর্বতন শ্রীচৈতন্য মঠাচার্য্য ত্রিদন্ডি স্বামী ওঁ বিষ্ণুপাদ অষ্টোত্তরশত শ্রীশ্রীমদ্ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজের একান্ত নিজজন নিত্যলীলা প্রবিষ্ট ত্রিদন্ডি স্বামী ওঁ বিষ্ণুপাদ অষ্টোত্তরশত শ্রীশ্রীমদ্ভক্তি প্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ।
আজ ১০ জুলাই সোমবার রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন নারিন্দা গৌড়ীয় মঠে , দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পালিত হচ্ছে।
মায়াপুরস্থ শ্রীশ্রী গৌর গিরিধারী মন্দিরের আচার্যপাদ ওঁ বিষ্ণুপাদ ত্রিদণ্ডি স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজ বাংলাদশের নোয়াখালী জেলায় তেতৈয়া গ্রামে ১৯৫৩ সালের ২ আগষ্ট রবিবার এবং ১৩৬০ বঙ্গাব্দ ১৭শ্রাবণ কৃষ্ণাষ্টমী তিথিতে এই জগতে পদার্পণ করেছিলেন। পিতা ভূবনেশ্বর গোস্বামী ও মাতা শ্রীমতি রাধারাণী দেবী। পিতার চাকুরীর কারনে কুষ্টিয়া জেলার আলমডাঙ্গায় তিনি বড় হয়েছেন, ভালবেসেছেন মানুষকে। এখান থেকেই তিনি সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী দিয়ে সব ধর্ম বর্ণ ও মানুষের মন জয় করেন। এই মহামানবের জন্মস্থানেও পালিত হচ্ছে এই উৎসব। ভারত, বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে রয়েছে অগণিত শিষ্য ভক্ত।
ভারতের শ্রীধাম মায়াপুরস্থ শ্রী গৌরগিরিধারী মঠ, হুগলী বামনডাঙ্গায় শ্রী শ্রমণ গৌড়ীয় মঠ, বাংলাদেশে পঞ্চগড় জেলার আটোয়ারীতে শ্রী গৌর গিরিধারী মঠ, পীরগঞ্জের ঘিডপে শ্রী রাধা গিরিধারী মঠ, বামনহাটে শ্রী শ্রমণ গোস্বামী গৌড়ীয় মঠ, ময়দান দিঘীতে শ্রী গৌড় গোবিন্দ জিউ মন্দির ও অন্যান্য নামহট্ট সংঘের প্রতিষ্ঠাতা এই মহাপুরুষ।
জানাগেছে, ভারত-বাংলাদেশের বিভিন্ন এলাকার শিষ্যভক্তের আগমনে মুখরিত ঠাকুরগাঁও। ব্যানার, ফেস্টুনসহ নানাবিধ কারুকাজে অপরূপ সাজে সাজছে এবার ঠাকুরগাঁয়ের লস্করা টুপলি নামক এই স্থান। এই উৎসবে মেতে উঠেছে হাজার হাজার জনতা।
আর গত বছর ২০১৯ সালের ৪ ডিসেম্বর ২০ অগ্রহায়ন ৬৬ বছর বয়সে ভারতের মায়াপুরে নিজ প্রতিষ্ঠিত গৌর গিরিধারী মঠে অবস্থানকালীন জাগতিক ধাম থেকে মহাপ্রয়াণ করেছেন।
পঞ্চগড় জেলার বোদা থানার বানিয়াপারা শ্রীশ্রীনৃসিংহ মন্দিরে বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে।