14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গুরুকুল পুনর্জাগরণের অগ্রদূত স্বামী ব্রহ্মানন্দ গিরির আবির্ভাব দিবস

Link Copied!

সমগ্র ভারতবর্ষজুড়ে গুরুকুল পুনর্জাগরণের অগ্রদূত ও বিশ্ব সনাতন ধর্ম মহাসভার প্রতিষ্ঠাতা শ্রীমোহন্ত স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ (শ্রী পঞ্চ দশনাম জুন আখড়া) এর আবির্ভাব দিবস আজ।  দক্ষিণ ভারত কেরালার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে ১৯৭৭ সালের ১০ মে আবির্ভূত হয়েছেন তিনি। ছোট বয়সে স্বপ্নে দর্শন পেয়েছেন গুরুর। বড় হতে হতে এই ছবি বার বার ভেসে উঠতো অবচেতন মনে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষে ভালো একটা ক্যারিয়ারের পরেও মনে শান্তি পান না। আর থাকতে পারলেন না ঘরে। নিশ্চিন্ত ভবিষ্যৎ ছেড়ে ২৪ বছর বয়সী যুবক অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন শৈশবে স্বপ্নে দেখা সেই গুরুর খোঁজে। গুরুকুল পুনর্জাগরণের অগ্রদূত

তিনি ৭ বছরে অনেক মঠ, মন্দির, আশ্রমে গিয়েছেন কিন্তু শৈশব স্বপ্নে দেখা সেই গুরুর দর্শন পেলেন না। অবশেষে পৌঁছালেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। প্রথম দর্শনে দুজন তাকিয়ে রইলেন দুজনের দিকে। মনে হচ্ছে কত জন্মের চেনা, এই যুবকের প্রতিক্ষায় পথ চেয়ে রয়েছেন। যুবকের দিকে তাকিয়ে হাসলেন। যুবকটি দেখলেন তিনিই সে জাকে আমি এত বছর ধরে খুঁজছি। কেউ কারো ভাষা বোঝে না। যুবকটি তখন অল্প অল্প হিন্দি পারে আর তাঁর গুরুদেব শুধু বাংলা। অথচ দুজন যখন পাশাপাশি বসেন যুবকের মনের সব কথার উত্তর তিনি দেন ধ্যানে, কারো মুখে কোন শব্দ নেই। শত ভক্তের পিছনে বসেও দুজন মুখে কোন শব্দ উচ্চারণ না করেই কথা বলতেন। দুজন শব্দ করে কথা বলা সম্ভব না কারণ একজনের ভাষা মালয়ালাম আরেজনের বাংলা।

রাত ১২টায় ঘুমিয়ে ভোর ৩টায় উঠে একে একে সব ধ্যান জপ শুরু করতেন গুরুর নির্দেশ মত। ভোর ৩.৩০ গোটা আশ্রম মুখরিত হত যুবকের চণ্ডী পাঠে। কঠোর সাধনা, একাগ্রতা, গুরুর প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ হতো সবাই, অনেকে আকৃষ্ট হলেও তাঁর নজর ছিল শুধু গুরুর নির্দেশের প্রতি। তাঁর গুরুদেব স্বামী ধ্যানানন্দ গিরি মাঝে মাঝে খুব কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে বসে বসে দেখতেন কিভাবে এই অল্প বয়সী যুবক তা প্রতিহত করে। কিন্তু গুরুর প্রতি একনিষ্ঠ ভক্তি আর নিষ্ঠা থাকার কারণে গুরুদেবের নেওয়া সকল পরীক্ষায় পাস করতেন তিনি। যুবকটি দীক্ষার মাত্র ৩ বছরের মধ্যে পেয়ে গেলেন সন্যাস। নাম হলো স্বামী ব্রহ্মানন্দ গিরি।

স্বামীজির গুরুদেব আদেশ দেন কোথাও যেন শুধুমাত্র আশ্রম না বানান। সমগ্র ভারতবর্ষজুড়ে যেন গুরুকুল বিদ্যালয় নির্মাণ করেন এবং সনাতন ধর্মের প্রাচীন শিক্ষা ও সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা করেন। আদেশ পাওয়ার পর ধ্যানে নির্দেশনা পেয়ে, স্বামীজি খড়গপুরে (স্থানীয়) একটি আশ্রম (ধ্যানানন্দ যোগপীঠ) তৈরি করেন যা পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত। তারপরে স্বামীজি সনাতন ধর্মের বিস্তৃতি এবং আদিম গুরুকুল নির্মাণের উদ্দেশ্যে “বিশ্ব সনাতন ধর্ম মহাসভা” নামে একটি ট্রাস্ট গঠন করেন। “বিশ্ব সনাতন ধর্ম মহাসভা ‘” দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আধুনিক গুরুকুল শিক্ষা ব্যবস্থার এই সনাতন রূপটিই ভারতকে ফিরিয়ে আনার একমাত্র উপায়।

বর্তমানে স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ “সনাতন গুরুকুল চেতনা যাত্রা” এর মাধ্যমে গুরুকুল সচেতনতা কর্মসূচির সাথে একটি গণসমাবেশ করার পরিকল্পনা করেছেন যাতে সমস্ত সনাতনীদের কাছে একটি দৃষ্টিভঙ্গি তৈরি করা যায়। ভারতে এই যাত্রা উত্তরে হিমালয় থেকে দক্ষিণে কন্যাকুমারী, পশ্চিমে কচ্ছ (গুজরাট) থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত কভার করবে। এই মোট যাত্রাটি প্রায় ২৫,000 কিলোমিটার কভার করবে এবং প্রকল্পের চলাচলের জন্য প্রায় ৬ (ছয়) মাস সময় লাগবে। এই যাত্রা পথে ১২টি জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ পেরিয়ে যাবে।

 সমগ্র সনাতনী সমাজের দাবী, গুরুকুলের পুনর্জাগরণ এবং ভারত বিশ্বগুরু স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ জির এই মহৎ প্রকল্পে একটি বড় সাফল্য বয়ে আনবে। স্বামীজির এই সক্রিয় অংশগ্রহণ তার নিজের জন্য নয়, আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যতের জন্যও খুবই প্রয়োজন। স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ তাঁর পবিত্র ঐশ্বরিক বার্তা এবং উদ্দেশ্য নিয়ে “বিশ্ব সনাতন গুরুকুল শিক্ষা চেতনা যাত্রা”-এ ঢেলে দেওয়া এবং প্রবাহিত হচ্ছেন, ভক্তির মাধ্যমে শিব মহিমার বিভিন্ন উচ্চারণ প্রচার ও বিতরণের মাধ্যমে মানব বিবেককে জাগ্রত করার পথকে আলোকিত করবেন।

http://www.anandalokfoundation.com/