14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার আগস্ট 18, 2025
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

বুকের ভিতর জড়িয়ে আছে,
তোমার যতো দু:খ গ্লানি।
কেউ শুনে না তোমার ব্যথা,
শুনে তোমার মা জননী।
বাড়ির বাহিরে কোথাও তুমি,
রওনা হও যদি।
ভয়ে বুক কাঁপে তাঁর,
মনটা উঠে কাদি।
মাথায় হাত বুলিয়ে মা জননী,
কতো দোয়া  না করে।
আমার যাদুর কষ্টের ফল,
খোদা দিয়ো না তুমি  ফিরে।
আমায় ছেড়ে মা জননী,
যায় না বাপের বাড়ি।
যদিও বা যায় কোনো কারনে,
তবে ফিরে আসে তাড়াতাড়ি।
আমার অসুখ  করলে মা জননী,
বাড়ি তো জ্বালা যন্ত্রণা দিগুণ।
কি করিবে কোথায় যাবে,
ভেবে হয় যে খুন।
চাকুরী বা কর্মসংস্থানের খোঁজে,
মা জননীর  দোয়ার কমতি নাই।
দুই হাত তুলে করে দোয়া মা,
চাকুরী  যেন আমি পাই।
সংসার জীবনে  মা জননী
হায়রে দোয়া করে।
মা জননীর দোয়া পৌঁছে,
খোদার  আরশের  পরে।
মা জননী বেচে নাই যাঁর,
দুনিয়ায়  তার  অন্ধকার।
মা জননীর পায়ের তলায়
বেহেশত হবে তার।
( মো: জাবেদুল ইসলাম )
http://www.anandalokfoundation.com/