চলতি বিশ্বকাপে ফেভারিট ব্রাজিলের অন্যতম ভরসা প্লেমেকার নেইমার জুনিয়র। প্রথম ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারেননি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ। শঙ্কা ছিল শেষ ষোলোয় তার খেলা নিয়েও। তবে এবার ব্রাজিল সমর্থকদের সুখবর দিয়েছেন নেইমার। দিয়েছেন বিশ্বমঞ্চে ফেরার বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। এর সঙ্গে জুড়ে দিয়েছেন তার অনুশীলনের সময়ের বেশ কিছু ছবিও। ছবির ক্যাপশনে এই ফুটবলার লিখেছেন, আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব।
অপর দিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ সেলেসাওদের সেরা তারকার অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছে। এতে দেখা গেছে, ব্রাজিলিয়ান এই তারকা বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
শেষ ষোলোর ম্যাচে নেইমার খেলবেন কি না, সেই ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি ব্রাজিলের কোচ তিতে। তবে ব্রাজিলিয়ান শিবিরের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন অপেক্ষায় থাকতে।