13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সেরাটা দিয়েই ফাইনালে উঠবো: স্যামি

admin
March 30, 2016 6:12 pm
Link Copied!

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে নিজেদের সেরা পারফরমেন্স দিয়েই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ দশে গ্রুপ ‘ওয়ান’ এ থাকা দলটি চার ম্যাচের তিনটিতেই জয়ের শেষ হাসি হেসেছে।

ঠিক ওই তিন ম্যাচ জয়ের  ধারাবাহিকতা সেমিফাইনালেও ধরে রেখে এবং সম্ভব হলে এদিন নিজেদের সেরা খেলাটি খেলেই বিশ্বকাপের ফাইনালে উঠতে চান ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে স্যামি বাহিনী।

বুধবার (৩০ মার্চ) ওয়াংখেড়ে স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের অবস্থান তুলে ধরেন স্যামি। সেমিফাইনাল মহারণকে সামনে রেখে এসময় তিনি জানান, ‘আমরা আমাদের দলীয় পারফর্ম দেখিয়েই সেমিফাইনালে এসেছি। আমরা জানি ভারত নিজেদের মাটিতে খুবই শক্ত প্রতিপক্ষ। কিন্তু এই ম্যাচে আমরা আমাদের সেরা খেলাটি খেলবো।’

শুধু সেরা খেলাই নয়, বিশ্বকাপের ফাইনালে উঠতে মাঠে যা যা করা দরকার সেটা করেই জয় নিশ্চিত করতে চাইছেন স্যামি। মুম্বাইয়ের উইকেটে স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না জানেন স্যামি। জানেন স্বাগতিক হিসেবে ভারত কতটা শক্তিশালী। তার উপর দলে রয়েছেন ইনফর্ম ব্যাটসম্যান বিরাট কোহলি, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির মতো ম্যাচ উইনাররা।

তারপরও এতটুকু ভয় পাচ্ছেন না বা ছেড়ে কথা বলবেন না ক্যারিবীয় দলপতি স্যামি। শেষ দশের খেলায় ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়গুলোকে নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর অস্ত্র হিসেবে দেখছেন তিনি। ২৭ মার্চ শেষ দশে নিজেদের শেষ ম্যাচে আইসিসি’র সহযোগি দেশ আফগানিস্তানের বিপক্ষে ৬ রানে হারতে হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের লড়াকু দলটিকে। কিন্তু সেই হারে দল বিচলিত নয় জানিয়ে স্যামি জানান, ‘পয়েন্ট টবিলে এক নম্বর হয়েই আমরা সেমিফাইনালে এসেছি। তাই নিঃসন্দেহে আবারো জয়ের জন্য খেলবো। আমি আমার সতীর্থদের ‍উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছি। ভারতের বিপক্ষে ভারতের মাটিতেই সেমিফাইনাল জয়ের চ্যালেঞ্জ নিতে আমি ও আমার দল প্রস্তুত।’

আর প্রস্তুতির অংশ হিসেবে ম্যাচের দিনের মোমেন্টামকেও বেশ গুরুত্ব দিচ্ছেন স্যামি। ভারতের বিপক্ষে দলের মূল শক্তিটি কোথায়? গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জানান, ‘ক্রিস গেইল, দিনেশ রামদিন ও ব্র্যাভোর ব্যাটিং লাইনআপের পাশাপাশি আমাদের বোলিং স্কোয়াডের উপরও ভরসা রাখছি।’

বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

http://www.anandalokfoundation.com/