13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

হরিপুরে গমের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

admin
March 27, 2016 5:48 pm
Link Copied!

 

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের গবেষনায় উৎপাদিত উন্নত জাতের বীজ ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, যার একর প্রতি ফলন ৪২ মন।
এর বাস্তবতা এবার হরিপুর উপজেলায় চলতি গম কাটা-মারাই মৌসুমে উপজেলা সদরে কৃষক ইউনুস আলী এর গম প্রদর্শনীর ক্ষেতের উৎপাদনের ফলাফলে প্রমাণ পাওয়া গেছে।

কৃষক ইউনুস আলী বারি ২৬ জাতের গম আবাদ করে কাটা-মাইরায়ে ৩৩ শতাংশের প্রতি বিঘা জমিতে শুকান অবস্থায় গত পান ১৪ মন। যা জেলার মধ্যে বাম্পার ফলনে সমতুল্য। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ মিনিটে হরিপুর উপজেলা

কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে থানা পাড়ায় কৃষক ইউনুস আলীর বাড়ীর পাশের্ প্রদর্শনী গম প্লট এর নিকট এক কৃষক মাঠ দিবসে, কৃষক আমিরুলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরসাদ আলী তার বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর থেকে জানা গেলে এবার আবহাওয়া অনুকুলে থাকায় গমের আবাদ হয়েছে ৭১৭০ হেক্টর জমিতে। এর মধ্যে উন্নত জাতের বারি ২৫, ২৬, ২৮, ৩০ সহ অন্যান্য জাতীয় প্রদর্শনী প্লট রয়েছে ২২টি যার প্রত্যেকটি প্লটের পরিমান ৭৫ শতাংশ। চলতি কাটা-মারাই মৌসুমে এসকল উন্নত বীজের প্লটে প্রতি হেক্টরে ফলন হচ্ছে ৩.৬০ মেঃ টন।
হেক্টর প্রতি খরচ হচ্ছে মাত্র ৫৪ হাজার টাকা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবেবক্তব্য রাখেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা জাহেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার। আরো বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল আজিজ উপ-সহকারী মাহবুবুর রহমান, নুরুল ইসলাম প্রমৃখ।

http://www.anandalokfoundation.com/