বরিশালের গৌরনদীতে বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালী বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।