ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নেরকাদিরপাড়া গ্রামের হাতেম সেখের ছেলে ইসলাম সেকের গোয়ালঘরে
মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকান্ডে গোয়ালঘরসহ তার দুটি গরু ওপাঁচটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে। কিন্তু ততক্ষনে তার ৭টি গরু-ছাগল পুড়ে প্রাণ হারায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইসলাম সেখ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালঘরে আগুন লাগে।
আগুনে গোয়ালঘর সহ আমার দুটি গাভী ও ৫টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও দুটি গরু পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। ওই কৃষক ইসলাম সেখ অন্যের জমি-জমা বর্গা নিয়ে কৃষিকাজ করে এবং গরু-ছাগল পশুপালন করে সংসার পরিচালনা করেন। এতে সে নি:স্ব হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ বিষয়টি জানা নেই। তবে খবর নিয়ে সহযোগিতা করা হবে।