গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার গৌরনদীর খাঞ্জাপুর কাপালী পাড়া সার্বজনীন শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রমের উদ্যোগে বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণে ১২ তম বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী হরিনাম কীর্তন ও মহোৎসবে দুর দুরান্ত থেকে শ্রী শ্রী গনেশ পাগলের ভক্তবৃন্দ ও মতুয়ার দল ডংকা কাশি বাজিয়ে হরিনাম সহকারে অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দদের মাঝে মহা প্রসাদ প্রদান করা হয়।