রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর মেয়রের দায়িত্ব হস্তান্তর কর্মসূচী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাও-৩ আসনের এমপি অধ্যাপক মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গেষ্ট অব অনার ছিলেন ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা।
বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসান, অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, উপজেলা আ’লীগ সহ-সভাপতি অধ্যাপক মোঃ সফিকুল আলম, ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ওসি রেজাউল করিম, সাবেক মেয়র মোঃ মোকলেসুর রহমান, নব নির্বাচিত মেয়র মোঃ আলমগীর সরকার, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি প্রাণ গবিন্দ সাহা প্রমুখ। পৌর সচিব মোঃ সফিউল্লাহ সরকার প্রধান সভাপতিত্ব করেণ।