আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল ১১ টায় বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা সদরে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি’র কার্যালয়ের সামনে ধর্ষনের বিরুদ্ধে আগৈলঝাড়ার সাধারণ শিক্ষার্থীদের অয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে আগৈলঝাড়ার সাধারণ শিক্ষার্থী ও জনগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে। ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ও গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু, গৈলা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর পবিত্র রানী রায়, মানবাধিকার কর্মী আভা মূখার্জী।
সর্বস্থরের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, শহিদুল ইসলাম. রিফাদ হোসেন, রাব্বি ইসলাম. ফাহিম খান।