রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সারা দেশের ন্যায় রাজারহাটে পালিত হলো জাতীয় বীমা দিবস।
এ উপলক্ষে ১ মার্চ (রবিবার) রাজারহাট উপজেলা প্রশাসন এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্প কলা একাডেমিতে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপস্হিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা: যোবায়ের হোসেন।
আরো উপস্থিত ছিলেন রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, বিভিন্ন বীমা কোম্পানির পদস্থ কর্মকর্তা ও কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ সর্বক্ষেত্রে এবং প্রত্যকের জীবনে বীমার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।