আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মুন্না শেখ (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মুন্না শেখ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামের পিকুল মাষ্টারের বসত বাড়ির পুর্ব পাশে মেহগনি বাগনের মধ্যে থেকে মুন্না শেখকে আটক করা হয়। আটকের পর তার শরীর তল্লাশি করে ১১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত মুন্না শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।