14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পূর্বাচলে বাণিজ্য মেলা আগামী বছর থেকে -বাণিজ্যমন্ত্রী

Brinda Chowdhury
January 15, 2020 9:19 pm
Link Copied!

ঢাকা, ১ মাঘ (১৫ জানুয়ারি) : পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কাজ কিছু দিনের মধ্যেই শেষ হবে। আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানেই হবে। পাশাপাশি সারা বছর বিভিন্ন মেলা এবং এক্সপো অনুষ্ঠিত হবে। বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ।

          মন্ত্রী আজ ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী পোশাক শিল্পের মেশিনারি এবং এর সহায়ক পণ্যের ১৯তম আন্তর্জাতিক প্রদর্শনী ‘গার্মেন্টেক বাংলাদেশ-২০২০; ১১তম ইয়ার্ন এন্ড ফেব্রিক সোর্সিং ফেয়ার; ১১তম গ্যাপ এক্সপো-২০২০ এবং প্যাকটেক বাংলাদেশ-২০২০ শীর্ষক চারটি এক্সপো’র উদ্বোধন করে এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, এ সেক্টর দেশের রপ্তানি খাতে বিশাল অবদান রেখে চলছে। তৈরি পোশাক খাত এখন চ্যালেঞ্জের মুখে, সংগত কারণেই এ খাতও চ্যালেঞ্জর মুখে পরবে। সম্মিলিতভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকার প্রয়োজনীয় সব ধররনের সহায়তা প্রদান করবে।

          বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যান্যুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোঃ আব্দুল কাদের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. রুবানা হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ রেফায়েজ আলম চৌধুরী, এক্সিজিবিশন অর্গানাইজেশনের পরিচালক নন্দ গোপাল কে এবং খন্দকার লতিফুর রহমান আজিম।

          উল্লেখ্য, প্রদর্শনীতে ১০টি হলে চীন, দক্ষিণ কোরিয়া, তুরষ্ক, ভিয়েতনাম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, শ্রীলংকা, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, জাপান, তাইওয়ান, কানাডা-সহ ২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রদর্শনীতে এ সেক্টরের সংশ্লিষ্ট পণ্য এবং প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। প্রদর্শনী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

http://www.anandalokfoundation.com/